ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চাল রপ্তানি বাড়ানোর ব্যবস্থা নেয়া হচ্ছে

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ২০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাল রপ্তানি বাড়ানোর ব্যবস্থা নেয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, চাল আমদানি নিয়ন্ত্রণ করে রপ্তানি বাড়ানোর ব্যাপারে সরকার ব্যবস্থা নিচ্ছে। এটি কার্যকর হলে ধানের দাম বাড়বে বলেও আশা করেন তিনি।

সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে  এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

ধানের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। আমাদের খাদ্য শস্য উদ্বৃত্ত রয়েছে। দেশে বর্তমানে তিনগুণের বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারপরও আমাদের  খাদ্য উদ্বৃত্ত থাকে। এজন্য বর্তমান সরকারকে  বিএনপির ধন্যবাদ দেয়া উচিত। তারা ধানের দাম বাড়ানোর কথা বলতে পারতো।  কিন্তু তা না করে তারা উল্টাপাল্টা কথা বলছে।’

তিনি আরো বলেন, ‘সরকার ইতোমধ্যে ধানের দামের বিষয়ে পদক্ষেপ নিয়েছে। দ্রুত চাল রপ্তানি করা হবে। পাশাপাশি চাল আমদানিতে নিরুৎসাহিত করা হবে। এটি কার্যকর হলে ধানের দাম বাড়বে কৃষকরাও উপকৃত হবে।’

এদিকে গতকাল রোববার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘কৃষকদের সুরক্ষায় দেশে চাল আমদানি সীমিত করা হবে এবং ভর্তুকি দিয়ে হলেও চাল রপ্তানি করা হবে।’




রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২০ মে ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়