ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ওয়ালটন আন্তর্জাতিক জুনিয়র টেনিসের ফাইনাল আগামীকাল

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ১১ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন আন্তর্জাতিক জুনিয়র টেনিসের ফাইনাল আগামীকাল

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায়, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় চলছে‘ওয়ালটন ৩০তম বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০১৬।’

 

আগামীকাল শনিবার এই প্রতিযোগিতা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

 

আজ শুক্রবার রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে বালক একক, বালিকা একক, বালক দ্বৈত ও বালিকা দ্বৈতের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

 

বালক এককের সেমিফাইনালে ভারতের রিসাব শারদা ৭-৬, ৬-৩ গেমে ভারতের মৃতুঞ্জয় বাদোলাকে এবং কোরিয়ার চ্যাং ওক পার্ক ৬-৩, ২-৬, ৬-৩ গেমে ভারতের সাচ্চি শর্মাকে পরাজিত করে ফাইনালে ওঠে।

 

বালিকা এককের সেমিফাইনালে ভারতের কেশপ তানিশা ৬-২, ৬-৪ গেমে ভারতের মুশকান গুপ্তাকে এবং চায়নার জিংগি ওয়াং ৬-২, ৬-১ গেমে চায়নার জিয়াওউই হুকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।

 

বালক দ্বৈতে কোরিয়ার দায়িহান কিম ও জংহুন লি জুটি ৭-৬, ৬-৩ গেমে রোহিত কৃষ্ণা আয়নামপুদি (ভারত) ও নিকিত রেডি (যুক্তরাষ্ট্র) জুটিতে পরাজিত করে ফাইনালে ওঠে। আর ভারতের গুনজান জাদব ও সাচ্চিত শর্মা জুটি কোরিয়ার কি বুম কিম ও চান উ পার্ক জুটিকে হারিয়ে ফাইনালের টিকিট পায়।

 

আগামীকাল ১২ নভেম্বর শনিবার বালক একক ও বালিকা একক ফাইনাল সকাল ৯টায় এবং বালক দ্বৈত ও বালিকা দৈতের ফাইনাল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ নভেম্বর ২০১৬/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়