ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সরকারী কর্ম কমিশনে ৬০০ শূন্য পদে নিয়োগ

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২৯ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারী কর্ম কমিশনে ৬০০ শূন্য পদে নিয়োগ

পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, ঢাকা নিম্নলিখিত পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করছে :

 

পদের নাম : মিডওয়াইফ (১০ম গ্রেড)

 

পদ সংখ্যা : ৬০০টি

 

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মিডওয়াইফারি বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত।

 

বেতন স্কেল : ১৬-৩৮ হাজার ৬৪০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী) এবং তৎসহ বিধি অনুযায়ী প্রদেয় অন্যান্যভাতা/সুবিধা।

 

বয়স : ০১-১১-২০১৬ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর শিথিলযোগ্য।

 

মন্ত্রণালয়/বিভাগ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সেবা পরিদপ্তর।

 

আবেদনের সময়সীমা : আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ সময় : ২৫-১১-২০১৬, দুপুর ১২টা।

 

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ : ২১-১২-২০১৬, সন্ধ্যা ৬টা।

 

আবেদন পদ্ধতি : প্রার্থীকে টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটের (http://bpsc.gov.bd) মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র বিপিএসসি ‘ফর্ম-5A’ পূরণ করে অনলাইন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। উল্লিখিত ওয়েবসাইট ওপেন করে নন-ক্যাডার অপশন সিলেক্ট করে ক্লিক করলে বিজ্ঞপ্তি এবং নির্দেশনা পাওয়া যাবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ নভেম্বর ২০১৬/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়