ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লিজেন্ডদের ম্যাচে ম্যারাডোনা ও রোনালদোরা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ৮ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিজেন্ডদের ম্যাচে ম্যারাডোনা ও রোনালদোরা

ক্রীড়া ডেস্ক : তুলে রাখা জুতা জোড়া পরে আবারও মাঠ কাঁপালেন ডিয়েগো ম্যারাডোনা, রোনালদোরা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ডাকে সাড়া দিয়ে লিজেন্ডদের ম্যাচে এক হয়েছিলেন বিশ্বের কিংবদন্তি ফুটবলাররা।

শুক্রবার সুইজারল্যান্ডে তারকার হাট বসেছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৫২ জন লিজেন্ড ফুটবলার মিলিত হন সেখানে। দক্ষিণ আমেরিকার দুই লিজেন্ড ফুটবলার আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলের রোনালদো ফিফা সভাপতির ডাকে সাড়া দিয়ে সুইজারল্যান্ডে ছুটে যান। তাদের সঙ্গে ছিলেন আলেসান্দ্রো দেল পিয়েরো, ডেভিড ট্রেজগুয়েত ও গেন্নারো গেত্তাসো, জিয়ানলুইজি বুফনদের মতো গ্রেট ফুটবলাররা।

 


লিজেন্ডদের নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নো ইনফান্তিনোর আয়োজন করা ম্যাচ এটাই প্রথম নয়। এর আগেও এমন ম্যাচ আয়োজন করেছিলেন তিনি। শুক্রবার ৫২ জন গ্রেট ফুটবলার তিনটি দলে বিভক্ত হয়ে খেলেন। দলগুলো হলো ইতালিয়ান একাদশ, সুইজারল্যান্ড একাদশ এবং বিশ্ব একাদশ। গ্রেট ফুটবলারদের দক্ষতা দেখতে ভীড় জমিয়েছিলেন ভক্তরা।

বয়সের ভারে ফিটনেস অনেক আগেই হারিয়েছেন ম্যারাডোনা। মুটিয়ে গেলেও বল পায়ে দারুণ কারিকুরিতে ভক্তদের এখনো আনন্দ দিতে পারেন আর্জেন্টিনার কিংবদন্তি এ ফুটবলার। ম্যাচ শেষে প্রিয় ফুটবলারদের সঙ্গে সেলফি ও অটোগ্রাফ নিতে দেখা যায় ভক্তদের।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়