ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দ্বারে দ্বারে গিয়ে কম্বল দিলেন জেলা প্রশাসক

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ১০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বারে দ্বারে গিয়ে কম্বল দিলেন জেলা প্রশাসক

গোপালগঞ্জ প্রতিনিধি : আছিয়া খাতুন। বয়স ৭৫। বয়সের ভারে চলাফেরা করতে কষ্ট হয়।  কয়েক দিনের তীব্র শীত কষ্টকে বাড়িয়ে দিয়েছে। সামান্য কাঁথা দিয়ে শীত নিবারণ করতে পারছিলেন না। তখন কম্বল নিয়ে হাজির হলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

মঙ্গলবার গভীর রাত পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। নিজের হাতে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন।

আছিয়া খাতুন বলেন, এক দিকে বয়স, অন্য দিয়ে শীতে চলাফেরা করতে পারছিলেন না। পরিবারের ভরণ-পোষণ বহন করার পর দিনমজুর ছেলের পক্ষে শীতের কাপড় জোটানো সম্ভব হয়নি। তাই পরিবারের সবাই শীতে কষ্ট পাচ্ছিলেন। জেলা প্রশাসক কম্বল দিয়ে গেলেন, এখন আর শীতে কষ্ট পেতে হবে না।

শুধু আছিয়া খাতুন নয়, মোশারফ শেখ, জব্বার সিকদার, আসমা খাতুন জানান, সামান্য আয় দিয়ে নিজেদের পেট-ই চলে না, তারপর শীতের কাপড় যোগাড় করা তাদের জন্য কঠিন। কয়েক দিন কড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জেলা প্রশাসক সাহেব নিজে বাসায় এসে তাদের কম্বল দিয়ে গেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে তিনশত কম্বল বিতরণ করা হয়েছে। জেলা শহরের বিভিন্ন বস্তি, আশ্রয়ন প্রকল্প, বাসস্ট্যান্ডে ঘুরে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শান্তিমনি চাকমাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে এই কম্বল প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, সরকারিভাবে বরাদ্দ পাওয়া কম্বল উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। যা বাড়তি ছিল তা বিভিন্ন স্থানে গিয়ে বিতরণ করেছেন। সামান্য কাঁথা দিয়ে প্রচন্ড শীত নিবারণ করা সম্ভব নয়। কম্বল থাকা পর্যন্ত বিতরণ করা হবে।

তিনি বলেন, শুধু সরকারিভাবেই নয়, এ সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তাহলে অভাবি মানুষ একটু স্বস্তি পাবে। 

 

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/১০ জানুয়ারি ২০১৮/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়