ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সংলাপের গতিপ্রকৃতি আশাব্যাঞ্জক’

ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ৩১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সংলাপের গতিপ্রকৃতি আশাব্যাঞ্জক’

কুমিল্লা প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংলাপের গতিপ্রকৃতি আশাব্যাঞ্জক। সংলাপ নিয়ে অনেকের সন্দেহ ছিল, জননেত্রী শেখ হাসিনা নিজে থেকে এগিয়ে গিয়ে সংলাপে বসছেন।

আজ বুধবার বিকেলে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ডের) পরিচালনা পর্ষদের ৭১তম সভা শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক ফ্রন্ট এবং দলের সঙ্গে বিরোধীদের দাবি নিয়ে সংলাপে বসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাম্প্রতিক সময়ে বার্ডের গবেষণা, প্রায়োগিক গবেষণা, প্রকল্প কার্যক্রম নিয়েও কথা বলেন মন্ত্রী।

বুধবার দুপুরে শুরু হওয়া কুমিল্লা বার্ডের লালমাই মিলনায়তনে সভায় সভাপতিত্ত্ব করেন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব ড. জাফর আহমেদ খান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুকসহ বার্ড পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরে মন্ত্রী কুমিল্লা বার্ডে স্থাপিত বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চসহ বেশ কিছু স্থাপনা উদ্বোধন করেন।



রাইজিংবিডি/কুমিল্লা/৩১ অক্টোবর ২০১৮/ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়