ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শামীম ও হাসুকে কাউন্সিলর পদে বহাল চায় বিএনপি

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শামীম ও হাসুকে কাউন্সিলর পদে বহাল চায় বিএনপি

বরখাস্তকৃত কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও দিনার খান হাসু

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম (৬ নম্বর ওয়ার্ড) ও দিনার খান হাসুকে (১৯ নম্বর ওয়ার্ড) স্বপদে বহাল দেখতে চায় বিএনপি।

তাদের কাউন্সিলরের পদ থেকে সাময়িক বরখাস্তের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সিলেট সিটি করপোরেশনকে জনপ্রতিনিধিশূন্য করার ষড়যন্ত্র করা হচ্ছে।’

আজ শুক্রবার বিকেলে এক যৌথ বিবৃতিতে এসব বিষয় উল্লেখ করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর শাখার সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা শাখার সাধারণ সম্পাদক আলী আহমদ।

বিবৃতিতে তারা বলেন, ‘বিনা ভোটে নির্বাচিত অবৈধ সরকার জনতার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভয় পায়। তাই তারা আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হলে ক্ষমতা প্রয়োগ করে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের বরখাস্ত করে। দুই কাউন্সিলরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা রাজনৈতিক মামলায় জড়িয়ে তাদের বরখাস্ত করা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে চার্জশিট প্রদানের নামে জনপ্রতিনিধিদের বরখাস্ত করা কোনো গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না। এর মাধ্যমে সিলেট সিটি করপোরেশনকে জনপ্রতিনিধিশূন্য করার ষড়যন্ত্র করা হচ্ছে।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘অবিলম্বে জনতার ভোটে বারবার নির্বাচিত জনপ্রিয় জনপ্রতিনিধি ফরহাদ চৌধুরী শামীম ও দিনার খান হাসুকে স্বপদে বহাল করুন। অন্যথায় প্রতিহিংসামূলক রাজনীতি চর্চার জন্য আওয়ামী লীগকে কঠোর মূল্য দিতে হবে।’

কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও দিনার খান হাসুকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করেছে। তাদের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত চিঠি হাতে পান ওই দুই কাউন্সিলর।

 

 

রাইজিংবিডি/সিলেট/১৭ ফেব্রুয়ারি ২০১৭/কামাল/বকুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়