ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আইপিএলে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় স্টোকস

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৮, ২০ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইপিএলে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় স্টোকস

বেন স্টোকস

ক্রীড়া ডেস্ক : এবারের আইপিএলে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস যে চড়া দামে বিক্রি হতে যাচ্ছেন, এটা আগেই জানা ছিল। আজ আইপিএলের নিলামে হলোও তাই। রেকর্ড সাড়ে ১৪ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

আইপিএলে স্টোকসই এখন সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়। এর আগে গত আইপিএলে শেন ওয়াটসনকে সাড়ে ৯ কোটি রুপিতে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ছাড়িয়ে গেলেন ইংলিশ অলরাউন্ডার।

সব মিলিয়ে আইপিএল ইতিহাসে স্টোকস এখন দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড়। ২০১৫ আইপিএলে সবচেয়ে বেশি ১৬ কোটি রুপিতে যুবরাজ সিংকে দলে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস।

এবারের নিলামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্টোকস ছাড়াও ১০ কোটি রুপির বেশি দামে বিক্রি হয়েছেন আরো এক বিদেশি ক্রিকেটার। ইংলিশ পেসার টাইমল মিলসকে ১২ কোটি রুপিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি।


রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়