ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

৩৮৩ রানের লিড পেল ওয়ালটন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১০, ২১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩৮৩ রানের লিড পেল ওয়ালটন

ইস্ট জোনকে অলআউটের পর মাঠ ছাড়ছে ওয়ালটন সেন্ট্রাল জোন। ছবি: আবদুল্লাহ আল মামুন

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন।

সংক্ষিপ্ত স্কোর: ওয়ালটন দ্বিতীয় ইনিংস : ২৬৬/৫।

ইসলামী ব্যাংক ইস্ট জোন প্রথম ইনিংস: ২১১/১০।

৩৮৩ রানের লিড : মার্শাল আইয়ুবের ৭৩ রানে ভর করে ৩৮৩ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। ৫ উইকেট হারিয়ে ২৬৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ওয়ালটন। তাতে তারা লিড পেয়েছে ৩৫৮ রানের। ক্রিজে আছেন তাইবুর পারভেজ ৫৫ রানে ও নুরুল হাসান সোহান ৩২ রানে।

 

মার্শালের ফিফটি: শুরুর ধাক্কা সামলিয়ে ওয়ালটনকে টানছেন মার্শাল আইয়ুব ও মেহেরাব হোসেন জুনিয়র। তাদের শত রানের জুটিতে ভর করে ২৫০ ছাড়িয়েছে ওয়ালটনের লিড। ফিফটি তুলে নিতে ৮১টি বল মোকাবেলা করেছেন মার্শাল আইয়ুব।

২০০ ছাড়িয়ে ওয়ালটনের লিড: ইস্ট জোনের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লিড ২০০ ছাড়িয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। আবদুল মজিদ ফেরার পর নির্ভযোগ্য ব্যাটিংয়ে ওয়ালটনকে টানছেন মার্শাল আইয়ুব।

মজিদকে ফেরালেন এবাদত: মধ্যাহ্ন বিরতির পর ক্রিজে নেমে ব্যাট হাতে থিতু হতে পারছে না ওয়ালটনের ব্যাটসম্যানরা। দলীয় ৪৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় দলটি। ক্রিজে থিতু হতে যাওয়া আবদুল মজিদকে (৩৬) অলক কাপালির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে পাঠান ইস্ট জোনের এবাদত হোসেন।

মধ্যাহ্ন বিরতের আগে ওয়ালটনের এক উইকেট: দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মধ্যাহ্ন বিরতির আগেই এক উইকেট হারিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। ব্যক্তিগত ২ রানে আবুল হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওয়ালটনের ওপেনার সাইফ হাসান।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ওয়ালটন: ইস্ট জোনকে অলআউটের পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ওয়ালটন। ১১৯ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের ২২ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে দলটি। ফতুল্লায় জয় পেতে হলে ব্যাট হাতে বড় লক্ষ্য বেঁধে দিতে হবে ইস্ট জোনকে।

২১১ রানে অলআউট ইস্ট জোন: শেষ মুহূর্তে আর প্রতিরোধ গড়তে না পারায় ২১১ রানেই অলআউট হল ইসলামী ব্যাংক ইস্ট জোন। শেষ মুহূর্তে শুভাগত হোম ও মোশাররফ হোসেন দুই উইকেট তুলে নিলে অলআউট হয় ইস্ট জোন। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের আগে ১১৯ রানের লিড পেল ওয়ালটন।

ইস্ট জোনের অষ্টম উইকেটের পতন: গতকাল ছয় উইকেটের পর আজ সকালেও ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে ওয়ালটনের বোলাররা। তাদের দুর্দান্ত বোলিং তোপে ২০৭ রানে আট উইকেট হারায় ইস্ট জোন। সবশেষ সাকলায়েন সজীবকে অষ্টম শিকার হিসেবে সাজঘরে পাঠান ওয়ালটনের বোলার মোশাররফ হোসেন রুবেল।

শুভাগতের শিকার আবুল হাসান: ইসলামী ব্যাংক ইস্ট জোনের ব্যাটিং বিপর্যয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুলছিলেন আবুল হাসান। দলের হয়ে তিনিই প্রথম ফিফটির খুব কাছে চলে গিয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত ৪৮ রানের মাথায় শুভাগত হোমের বলে স্টাম্পিং হওয়ায় ২ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

 


ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে  আজ নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে ইসলামী ব্যাংক সেন্ট্রাল জোন। এর আগে নিজেদের প্রথম ইনিংসে মোহাম্মদ শরীফ ও নুরুল হাসানের ফিফটিতে ভর করে সবকটি উইকেট হারিয়ে ৩২৮ রান করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন।

এরপর নিজেদের প্রথম ইনিংসে গতকাল ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ইসলামী ব্যাংক ইস্ট জোন। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে ১১৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে দলটি। ব্যাট হাতে ওয়ালটনের হয়ে ফিফটির পড় বল হাতেও গতকাল ৪ উইকেট নিয়ে ইস্ট জোনকে বিপদে ঠেলে দেন মোহাম্মদ শরীফ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়