ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টেস্ট স্কোয়াড ঘোষণা, ফিরলেন রুবেল-মুস্তাফিজ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২১, ২১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেস্ট স্কোয়াড ঘোষণা, ফিরলেন রুবেল-মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আজ সকাল ১১টায় স্কোয়াড ঘোষণা করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

১৬ সদস্যের স্কোয়াড: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বী, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও শুভাশিষ রায়।

দলে ফিরেছেন: মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

বাদ পড়েছেন: শফিউল ইসলাম।

ফিটনেসের কারণে ইমরুল কায়েসকে আপাতত স্কোয়াডের বাইরের রাখা হয়েছে। বিসিএলের চতুর্থ রাউন্ডেও প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন ইমরুল। ১ মার্চ চতুর্থ রাউন্ডের খেলা শেষ হওয়ার পর দুদিন বিশ্রাম নিয়ে ৪ মার্চ ফিটনেস টেস্ট দেবেন ইমরুল। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টের জন্য বাঁহাতি এ ওপেনারকে বিবেচনায় আনবেন নির্বাচকরা।

আগামী ৭ মার্চ গলে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে। পরের ম্যাচটি হবে ১৫ মার্চ। কলম্বোর পি. সারা আন্তর্জাতিক স্টেডিয়ামে এ ম্যাচটি হবে বাংলাদেশেল শততম টেস্ট ম্যাচ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৭/ইয়াসিন/শামীম/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়