ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দ্বিতীয় টেস্টেই ইমরুলকে চায় বিসিবি

জহুরুল ইসলাম জহির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ২১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বিতীয় টেস্টেই ইমরুলকে চায় বিসিবি

ইমরুল কায়েস

ক্রীড়া ডেস্ক : মঙ্গলবার আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিটনেসের কারণে ইমরুল কায়েসকে আপাতত স্কোয়াডের বাইরের রেখেছে নির্বাচক প্যানেল।

তবে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দেখা যেতে পারে বাঁহাতি ওপেনারকে। ফিটনেস পরীক্ষায় উতরে গেলে শুধু টেস্ট দলে নয়, অন্য ফরমেটেও ফিরতে পারেন ইমরুল। এমনটাই জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাচক।

ইমরুল প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ইমরুল আমাদের অভিজ্ঞ একজন খেলোয়াড়। দূর্ভাগ্যবশত হায়দরাবাদ টেস্টের আগে ও চোট পেয়েছে। ফিটনেসের জন্য আমরা ওকে বিসিএলে দুটি রাউন্ড দেখব। ১ তারিখে ওর দ্বিতীয় রাউন্ড শেষ হবে। দুইদিন বিশ্রামের পর চার তারিখে ফিটনেস টেস্ট দেবে। পজিশন যদি ভালো থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করব।’

শুধু টেস্ট নয়, সব দলের জন্যই বিবেচনায় আছে ইমরুল। প্রধান নির্বাচক জানালেন, ‘সেক্ষেত্রে স্কোয়াড দাঁড়াবে ১৭ জনের। যেহেতু লম্বা সফর। নিউজিল্যান্ডেও আমরা বাড়তি কিছু খেলোয়াড় নিয়ে গিয়েছিলাম। আর ইমরুলতো ওয়ানডে-টি-টোয়েন্টিতেও বিবেচনায় আছে। সুতরাং তাকে যোগ করতে আমাদের কোন অসুবিধা হবে না।’

পঞ্চম রাউন্ডের খেলা শেষে দুই দিন বিশ্রামে থাকবেন ইমরুল কায়েস। এরপর আগামী ৪ মার্চ ফিটনেস টেস্ট দেবেন ইমরুল। যদি সেই ফিটনেস টেস্টে উত্তীর্ণ হন তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাঁহাতি এ ওপেনারকে বিবেচনায় আনবেন নির্বাচকরা।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫-১৯ মার্চ। কলম্বোর পি.সারা আন্তর্জাতিক স্টেডিয়ামে এ ম্যাচটি হবে বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ।



রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৭/জহুরুল ইসলাম জহির/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়