ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতলেন যারা

জহুরুল ইসলাম জহির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতলেন যারা

ক্রীড়া ডেস্ক : ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো আজ ১৩টি ক্যাটাগরিতে বর্ষসেরা পুরস্কার ঘোষণা করেছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ৬ জন ক্রিকেটার সংক্ষিপ্ত তালিকায় স্থান পেলেও মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান তাদের তালিকা থেকে পুরস্কার জিতেছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার এবং টাইগার তরুণ তুর্কি মেহেদী হাসান মিরাজ জিতেছেন বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড়ের পুরস্কার।

শুক্রবার ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর ঘোষিত তালিকায় যারা পুরস্কার জিতেছেন তাদের তালিকা রাইজিংবিডি পাঠকদের কাছে সংক্ষেপে তুলে ধরা হল :

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কারের তালিকা :
১. বর্ষসেরা অধিনায়ক : বিরাট কোহলি
২. বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যান : ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস
৩. বর্ষসেরা টেস্ট বোলার : ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড,
৪. বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান : দক্ষিণ আফ্রিকার ওপেনার ব্যাটসম্যান কুইন্টন ডি কক,
৫. বর্ষসেরা ওয়ানডে বোলার : ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিন,
৬. বর্ষসেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান : ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্লোস বার্থওয়েট,
৭. বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার : বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান,
৮. বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার : বাংলাদেশের তরুণ তুর্কি মেহেদী হাসান মিরাজ,
৯. বর্ষসেরা  অ্যাসোসিয়েট ব্যাটসম্যান : আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ,
১০. বর্ষসেরা অ্যাসোসিয়েট বোলার : আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী,
১১. বর্ষসেরা নারী ব্যাটসম্যান : ওয়েস্ট ইন্ডিজের হ্যালি ম্যাথিউস,
১২. বর্ষসেরা নারী বোলার : নিউজিল্যান্ডের লেই কেসপেরেক এবং
১৩. বর্ষসেরা স্ট্যাটসগুরু অ্যাওয়ার্ড : ভারতের অধিনায়ক বিরাট কোহলি ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৭/জহুরুল ইসলাম জহির/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়