ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চারবার জীবন পেয়ে সেঞ্চুরি স্মিথের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চারবার জীবন পেয়ে সেঞ্চুরি স্মিথের

সেঞ্চুরির পর স্টিভেন স্মিথ

ক্রীড়া ডেস্ক : একবার কিংবা দুবার নয়, চার-চারবার জীবন পেয়েছেন। সেটি দারুণভাবেই কাজে লাগালেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ান অধিনায়ক ভারতের বিপক্ষে পুনে টেস্টে করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

স্পিনারদের স্বর্গরাজ্যে পরিণত হওয়া পুনেতে শুক্রবার দ্বিতীয় দিনে ২৩, ২৯ ও ৩৭ রানে জীবন পেয়েছিলেন স্মিথ। দুবার ক্যাচ ফেলেছিলেন দ্বাদশ খেলোয়াড় অভিনব মুকুন্দ, একবার মুরালি বিজয়।

আজ তৃতীয় দিনে ৬৭ রানে আরেকবার জীবন পেয়েছেন স্মিথ। দিনের মাত্র সপ্তম ওভারে অশ্বিনের বলে স্লিপে স্মিথের ক্যাচ ছাড়েন অজিঙ্কা রাহানে।

অস্ট্রেলিয়ান অধিনায়ক চারবার জীবন পাওয়ার সুযোগটা কাজে লাগান বেশ ভালোভাবেই। ব্যক্তিগত ৯৮ থেকে রবীন্দ্র জাদেজার বলটা ডিপ কভারে ঠেলে ২ রান নিয়ে স্মিথ পূর্ণ করেন সেঞ্চুরি। কিছুক্ষণ পর জাদেজার বলেই আউট হয়ে যান ১০৯ রান করে। স্মিথ আউট হওয়ার আগেই অবশ্য অস্ট্রেলিয়ার লিড ৪০০ পেরিয়েছে।

এশিয়ায় দ্বিতীয় এবং ভারতের মাটিতে এটা স্মিথের প্রথম টেস্ট সেঞ্চুরি। ভারতের বিপক্ষে টানা পঞ্চম টেস্ট সেঞ্চুরি! ২০১৪-১৫ মৌসুমে ঘরের মাঠে চার টেস্টের সিরিজে স্মিথ প্রতিটি ম্যাচেই করেছিলেন সেঞ্চুরি, অ্যাডিলেডে ১৬২*, ব্রিসবেনে ১৩৩, মেলবোর্নে ১৯২ আর সিডনিতে ১১৭।



রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়