ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাতে সাকিব-তামিমের মুখোমুখি মাহমুদউল্লাহ

জহুরুল ইসলাম জহির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাতে সাকিব-তামিমের মুখোমুখি মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে দ্বিতীয়বারের মত মাহমুদউল্লাহ রিয়াদের মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। পাঁচ দলের এই টুর্নামেন্টে লিগ পর্যায়ে দুইবার একে অপরের মুখোমুখি হবে।

শনিবার পিএসএলের ১৯তম ম্যাচে নিজেদের মধ্যে দ্বিতীয়বার টাইগার সতীর্থরা একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। সাকিব ও তামিমের দল পেশোয়ার জালমি’র বিপরীতে মাঠে নামবে রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তিন সদ্যসের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। ইতিমধ্যেই ম্যাচটি নিয়ে অধীর আগ্রহ নিয়ে সময় গণনা শুরু হয়েছে বাংলাদেশী কোটি ক্রিকেটপ্রেমির। ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশিন (জিটিভি)।

লিগের প্রথমবারের দেখায় বৃষ্টির কারণে কেউ জয় দেখিনি। এবার দিনশেষে কারা হাসবে বিজয়ের হাসি নাকি আবারও বৃষ্টি হাসবে শেষ হাসি সেটাই এখন দেখার বিষয়। তবে যেই জিতুক রোমাঞ্চকর ক্রিকেট ম্যাচ দেখার অপেক্ষায় টাইগার ক্রিকেটপ্রেমিরা।

এদিকে পিএসএলে তামিম ও সাকিবের দল পেশোয়ার জালমি ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করেছে। বিপরীতে মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স সমান সংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থানে করছে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৭/জহুরুল ইসলাম জহির/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়