ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পুনে টেস্টের তৃতীয় দিনে যত রেকর্ড

জহুরুল ইসলাম জহির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুনে টেস্টের তৃতীয় দিনে যত রেকর্ড

জহুরুল ইসলাম জহির : ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফির চার ম্যাচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচটি মাত্র তিনদিনেই নিষ্পত্তি হয়েছে। স্বাগতিক ভারতকে ৩৩৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। ভারত ১৯ টেস্ট ম্যাচ পরে হারের তিক্তস্বাদ পেয়েছে। বিপরীতে অস্ট্রেলিয়া, ভারতের মাটিতে ১১ টেস্ট ম্যাচ পর জয় ছিনিয়ে নিয়েছে। ২০০৪ সালে সবশেষ ভারতের মাটিতে জয় পেয়েছিল অজি বাহিনী।

বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশেন স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে সফরকারী অস্ট্রেলিয়া ২৬০ রানে গুটিয়ে যায়। জবাবে মাত্র ১০৫ রানে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দেন স্পিনার স্টিভ ও’কিফ।ফলে প্রথম ইনিংসে ১৫৫ রানের বড় লিড পায় সফরকারী অসিরা।

এরপর দ্বিতীয় ইনিংসে দলীয় অধিনায়ক স্টিভ স্মিথের শতকে ২৮৫ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ম্যাচ বাঁচাতে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৪১ রানের।কিন্তু প্রথম ইনিংসের চেয়ে মাত্র ২ রান বেশি যোগ করে দলীয় ১০৭ রানে স্টিভ ও’কিফের ঘূর্ণিতে আবারও গুটিয়ে যায় ভারত। ফলে ৩৩৩ রানের কাঙ্খিত জয় নিশ্চিত করে সফরকারী অস্ট্রেলিয়া। পুনে টেস্টে স্টিভ ও’কিফ ম্যাচে৭০ রানে ১২টি উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

তিনদিনে নিষ্পত্তি হওয়া পুনে টেস্টের তৃতীয় এবং শেষ দিনে কিছু রেকর্ডের স্বাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। পুনে স্টেডিয়ামে আজকে ঘটে যাওয়া রেকর্ডগুলো রাইজিংবিডি পাঠকদের জন্য তুলে ধরা হল :

(১) অধিনায়ক বিরাটের প্রথম হার :
টেস্টে ভারতের অধিনায়কের দায়ভার নেওয়ার পর প্রথম হারের মুখ দেখল বিরাট কোহলি। তার নেতৃত্বে ১২টি টেস্টে ৯টি ম্যাচেই জয় পেয়েছে ভারত। সবশেষ১৯ টেস্ট ম্যাচ পরে হারের তিক্তস্বাদ নিল ভারত। ২০১৫ সালে শেষবার গল টেস্টে হেরেছিল তারা। এছাড়া ২০১২ সালে কলকাতা টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ঘরের মাঠে পরাজয় বরণ করে স্বাগতিকরা।

(২) অস্ট্রেলিয়ার ১১ টেস্ট ম্যাচ পর জয় :
অস্ট্রেলিয়া ভারতের মাটিতে ১১ টেস্ট ম্যাচ পর জয় ছিনিয়ে নিয়েছে। ২০০৪ সালে নাগপুর টেস্টে ৩৪২ রানে সবশেষ ভারতের মাটিতে জয় পেয়েছিল অজি বাহিনী।

(৩) ভারতের চতুর্থ বড় পরাজয় :
আজ অসিদের বিপক্ষে চতুর্থ সর্বোচ্চ ৩৩৩ রানের ব্যবধানে হেরেছে ভারত। এরআগে নাগপুরে ৩৪২ রানে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রানের ব্যবধানে হারে তারা।

 



(৪) তৃতীয় বার দেড়শ’র নিচে অলআউট ভারত :
পুনে টেস্টে প্রথম ইনিংসে ১০৫ এবং দ্বিতীয় ইনিংসে ১০৭ রান করার পথে এ নিয়ে তৃতীয় বার ভারতীয় ক্রিকেট দল দেড়শ’র নিচে অলআউট হয়েছে। এরআগে ১৯৫৬ এবং ১৯৬০ সালে দেড়শ’র নিচে অলআউট হয়েছিল ভারত।

(৫) ম্যাচে সর্বনিম্ন রান ভারতের :
ভারত তাদের দুই ইনিংস মিলে মাত্র ২১২ রান যোগ করে ম্যাচে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে। এরআগে ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২৪৭ রান করেছিল ভারত।

(৬) ঘরের মাঠে তৃতীয় দিনে টেস্ট হার ভারতের :
২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনদিনে হারার পর এবা্রেই প্রথম ঘরের মাঠে এমন হারের স্বাক্ষী হল ভারত।

(৭) জাদেজার ৫০ উইকেট রেকর্ড :
প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে এক সিজনে ৫০ উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়েছেন ভারতের স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

(৮) স্টিভ ও’কিফে দ্বিতীয় সফল বোলার :
ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ দুই ইনিংসে মাত্র ৭০ রান খরচায় ১২টি উইকেট নিয়েছেন স্টিভ ও’কিফে। ফলে ভারতের বিপক্ষে দ্বিতীয় সফল বোলারের নাম লেখালেন ও’কিফে। ম্যাচে ১০৬ রান খরচায় ১৩টি উইকেট নিয়েএই রেকর্ডে এখনও আধিপত্য বিস্তার করে রেখেছেন ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ইয়ান বোথাম।

(৯) ঘরের মাঠে বিরাটের প্রথম :
ঘরের মাঠে প্রথম এমন ব্যাটিং করলেন বিরাট কোহলি। ভারতের অধিনায়ক প্রথম ইনিংসে ‘ডাক’ এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩ রান করে সাজঘরে ফেরেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৭/জহুরুল ইসলাম জহির/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়