ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বার্সেলোনাকে উয়েফার জরিমানা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ২৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্সেলোনাকে উয়েফার জরিমানা

পিএসজির বিপক্ষে জয়ের পর বার্সেলোনার খেলোয়াড় ও কর্মকর্তাদের উল্লাস

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজির বিপক্ষে অবিশ্বাস্য জয় পায় বার্সেলোনা। প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে থেকেও ৬-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে কাতালানরা।

ম্যাচের অতিরিক্ত সময়ে যখন বার্সার ষষ্ঠ গোলটি হয় তখন উল্লাসে মাতোয়ার গোটা ক্যাম্প ন্যু। খেলোয়াড়দের পাশাপাশি কর্মকর্তা, স্টাফ ও কিছু সমর্থকও মাঠে ঢুকে পড়েন। ৯ মার্চের সেই ম্যাচের ১৫ দিন পর ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জরিমানা করেছে বার্সেলোনাকে।

অতিরিক্ত উল্লাস করতে গিয়ে মাঠ দখল ও আক্রমণের অভিযোগ এনে বার্সাকে ১৯ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। বাংলাদেশ টাকায় যা ১৬ লাখ ৪৫ হাজার ৯৬০ টাকা।

বার্সেলোনার পাশাপাশি জরিমানা করা হয়েছে নাপোলিকেও। রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলায় নাপোলির দর্শকদের অযাচিত আচরণের কারণে ৩৮ হাজার ইউরো জরিমানা করা হয় ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাবটিকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩২ লাখ ৯৩ হাজার ৮৮৫ টাকা।

 


রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়