ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ে ইতালি ও স্পেনের জয়

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৭, ২৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপ বাছাইয়ে ইতালি ও স্পেনের জয়

ক্রীড়া ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে জয়ের ধারা অব্যাহত রেখেছে স্পেন। গ্রুপ ‘জি’ এর ম্যাচে গতকাল ইসরাইলের বিপক্ষে মুখোমুখিতে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে লা লোজারা।

অপর ম্যাচে জিয়ানলুইজি বুফনের ক্যারিয়ারের সহস্রতম ম্যাচে আলবেনিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইতালি।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে থাকে স্পেন। ফলে ১৩ মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন ম্যানসিটি তারকা ডেভিড সিলভা। আর প্রথমার্ধের যোগ করা সময়ে সে ব্যবধান দ্বিগুণ করেন সেভিয়া তারকা ভিতোলো।

বিশ্রাম শেষে ম্যাচের ৫১ মিনিটে স্পেনকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন চেলসি তারকা ডিয়েগো কস্তা। থিয়াগোর কর্নার থেকে হেডে বল জালে জড়ান চেলসির এই তারকা। তবে ম্যাচের ৭৬ মিনিটে ব্যবধান কমান লিওর রাফায়েলভ। কিন্তু ৮৮ মিনিটে রিয়াল তারকা ইসকোর গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। বাকি সময়ে আর গোল না হওয়ায় এ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা।

অপর ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে ইতালির জয়ে একটি করে গোল করেন ড্যানিয়েল ডি রোসি এবং সিরো ইম্মোবিলে।

এ জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘জি’গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন। একই গ্রুপে সমান ম্যাচ ও পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি।




রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়