ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এশিয়া কাপে অংশ নিতে মায়ানমার যাচ্ছে যুব ভলিবল দল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ২৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এশিয়া কাপে অংশ নিতে মায়ানমার যাচ্ছে যুব ভলিবল দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ভলিবল দল

ক্রীড়া প্রতিবেদক : চলতি মাসের ২৮ তারিখ থেকে এপ্রিলের ৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে ১১তম এশিয়ান বালক অনূর্ধ্ব-১৯ ভলিবল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল সোমবার মায়ানমার যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ভলিবল দল।

এশিয়ার ১২টি দল চারটি গ্রুপে অংশ নিবে। বাংলাদেশ যুব ভলিবল দল রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ শক্তিশালী ইরান ও কোরিয়া। ২৮ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ কোরিয়া। আর ৩১ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ইরান। বাংলাদেশ দলের লক্ষ্য হচ্ছে সেরা চারে খেলা।

১৩ সদস্যের বাংলাদেশ দলের কোচ হিসেবে আছেন মো. ইমদাদুল হক মিলন, সহকারী কোচ হিসেবে আছেন অসিম সাহা। টিম ম্যানেজার কাজী আব্দুল হান্নান।

বাংলাদেশ দল :
শেখ ইসমাইল হোসেন সজীব (অধিনায়ক), নাসিম বাহার, মোহাম্মদ রহমতুল ইসলাম, মো. নূর নবী মোল্লা, মোহাম্মদ তায়েফুল আলম ফরাজী, মো. সিয়াম ইসলাম, রাতুল হালদার, মো. আল-আমিন, জাবির বিন কবির ও মো. রিদওয়ানুর রহমান।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়