ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১২৬ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ২৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১২৬ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

বাংলাদেশের ব্যাটিংয়ের দৃশ্য (ছবি : সুজাউদ্দিন রুবেল)

ক্রীড়া প্রতিবেদক : আজ সোমবার থেকে মাঠে গড়িয়েছে ম্যাক্স ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর মাঠে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও হংকং। সকালে টস জিতে হংকং প্রথমে ব্যাট করতে নামে।

ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে পড়ে হংকং। তাতে ৩৫.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি হংকং। ১২৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮৫ রান করেছে বাংলাদেশ দল।

বাংলাদেশের স্কোয়াড :
মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মো. মিথুন, ইয়াসির আলী চৌধুরী, সাইফ উদ্দিন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস জাভেদ, আফিফ হোসেন, সালমান হোসেন ও নাসুম আহমেদ।

 


রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়