ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এ বছরই ভারত-পাকিস্তান সিরিজ?

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ২৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এ বছরই ভারত-পাকিস্তান সিরিজ?

২০১৫ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের একটি দৃশ্য

ক্রীড়া ডেস্ক : এ বছরই ক্রিকেট বিশ্ব দেখতে পাবে ভারত-পাকিস্তান সিরিজ? সেরকমই আভাস পাওয়া যাচ্ছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার অনুমতি চেয়ে আবেদন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অনুমিত পেলে এ বছরের শেষ দিকে দুবাইয়ে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পারে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের এফটিপির বাধ্যবাধকতার কথা উল্লেখ করে বিসিসিআই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই আবেদন করেছে। শশাঙ্ক মনোহর বিসিসিআইয়ের প্রধান থাকা অবস্থায় পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালেই একটি সিরিজ আয়োজন করার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। কিন্তু দুই দেশের সীমান্ত সমস্যার কারণে তখন অনুমতি দেওয়া হয়নি।

এ বছরের সেপ্টেম্বর কিংবা নভেম্বরের কোনো একটা সময়ে দুবাইয়ে পাকিস্তানের সঙ্গে সিরিজটি খেলতে চায় বিসিসিআই। দক্ষিণ আফ্রিকা সফরের আগে নভেম্বরে সংক্ষিপ্ত সিরিজটা খেলতে চায় তারা। ২০০৭ সালের পর কোনো টেস্ট সিরিজ খেলেনি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

বিসিসিআইয়ের একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছি। আমরা এখনো জানি না, এ ব্যাপারে সরকারের অবস্থানটা কী। এর আগে যখন অনুমতি চাওয়া হয়েছিল তখন দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। এফটিপি চুক্তি বাস্তবায়ন করার একটা বাধ্যবাধকতা আছে। এ কারণেই আমরা দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে চাই। সরকারি অনুমোদন ছাড়া বিসিসিআইয়ের এখানে কিছুই করার নেই।’



রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়