ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আইপিএল নাও খেলতে পারেন মুস্তাফিজ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইপিএল নাও খেলতে পারেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান

ক্রীড়া ডেস্ক : মুস্তাফিজ তার সেরাটা দিয়ে খেলছেন। উইকেটও পাচ্ছেন। তার পারফরম্যান্স নিয়ে ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন নেই হয়তো। কিন্তু মুস্তাফিজ কী তার পারফরম্যান্সে খুশি? উত্তরটা হয়তো নেতিবাচক আসবে। ইনজুরি থেকে ফিরে উইকেট পেলেও ঠিক আগের ছন্দে নেই মুস্তাফিজ। গেল বছর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে অসাধারণ পারফরম্যান্স করেছেন কাটার মাস্টার। এবারও তাকে দলে রেখেছে হায়দরাবাদ। কিন্তু ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে আইপিএলের এবারের আসরে নাও খেলতে পারেন মুস্তাফিজ।

এ বিষয়ে ক্রিকেটকাউন্টিকে মুস্তাফিজ বলেন, ‘আইপিএল থেকে আমি অনেক কিছু শিখেছি। তবে আমি এবার আইপিএলে খেলতে পারব কিনা জানি না। বোর্ডের অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছি।’

মুস্তাফিজ আরো বলেন, ‘আসলে আমি এখনো নিশ্চিত নই যে খুব বেশি ম্যাচ খেলতে পারব কিনা। আমি যদি আইপিএল খেলতে যাইও তাহলে আমাকে মে মাসের প্রথম সপ্তাহেই ফিরে আসতে হবে। তার উপর আমি এখনো আমার ছন্দ ফিরে পাইনি। সে কারণে মাশরাফি ভাই আমাকে উপদেশ দিয়েছেন আইপিএলে না খেলতে। তার উপদেশটি গুরুত্ব সহকারে নিয়েছি। আমাদের সামনে লম্বা একটি মৌসুম অপেক্ষা করছে। জাতীয় দলের হয়ে খেলতে আমার ফিট থাকাটা জরুরি।’

মুস্তাফিজের বিষয়ে সানরাইজার্স হায়দরাবাদের একজন কর্মকর্তা বলেন, ‘মুস্তাফিজ আইপিএলে হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচটি খেলতে পারছেন না। তাকে পাওয়ার ক্ষেত্রে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষায় আছি।’

হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও যুবরাজ সিং এর সঙ্গে খেলার স্মৃতি রোমন্থন করে মুস্তাফিজ বলেন, ‘আমি ডেভিড ওয়ার্নার ও যুবরাজ সিং এর কাছ থেকে অনেক কিছু শিখেছি। হায়দরাবাদ খুবই ভালো একটি দল। আমার মনে হচ্ছে আমি এখনো হায়দরাবাদ শিবিরে আছি।’

হায়দরাবাদের হয়ে গেল আসরে ১৬ ম্যাচে মুস্তাফিজ ১৭ উইকেট নিয়েছিলেন। ১৭ উইকেট নিয়ে মুস্তাফিজ আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন।

তথ্যসূত্র : ক্রিকেটকাউন্টি

 


রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়