ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২১ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক

বেসরকারি ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক নিম্নলিখিত পদে সম্পূর্ণ অনভিজ্ঞ প্রার্থীদের নিয়োগ দেবে।

পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিম্নলিখিত যে কোনো বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর:

বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাংক ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ইকোনমিকস, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, পরিসংখ্যান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারন্যাশনাল বিজনেস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ইনভায়রনমেন্টাল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, এগ্রি বিজনেস/ এগ্রিকালচারাল ইকোনমিকস ও হেলথ ইকোনমিকস।

এ ছাড়া আবেদন করতে পারবেন বিবিএ/ ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি (সিভিল/ট্রিপল ই/কম্পিউটার সায়েন্স/টেলি কমিউনিকেশন পাস প্রার্থীরা। পাশাপাশি এসিএমএ, এসিএ অথবা এসিসিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের শিক্ষাজীবনে ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন।

বয়স : আগামী ৩ মে ২০১৭ ইং তারিখে বয়স অনূর্ধ্ব-৩০ বছর।
বেতন: প্রবেশনকালীন বেতন দেওয়া হবে ৪৫ হাজার ১২০ টাকা। এক বছর প্রবেশনকাল শেষে প্রার্থীদের সিনিয়র অফিসার পদে উন্নত করা হবে।
কর্মস্থল : নির্বাচিতদের বাংলাদেশের যে কোনো জেলায় নিয়োগ দেওয়া হবে।

আবেদনের সময়সীমা : আগামী ৩ মে, ২০১৭।

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন আইএফআইসি ব্যাংকের  ওয়েবসাইটের ঠিকানায়।





রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৭/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ