ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সেমিতে সেল্টাকে পেয়েছে ম্যানইউ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ২২ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেমিতে সেল্টাকে পেয়েছে ম্যানইউ

ক্রীড়া ডেস্ক : কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে অ্যান্ডারলেখটকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে লা লিগার ক্লাব সেল্টা ভিগোকে পেয়েছে হোসে মরিনহোর ম্যানইউ।

সেমিফাইনালে ড্র নামক ভাগ্য পরীক্ষায় আরেক ডাচ ক্লাব আয়াক্স প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লিয়নকে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যান্ডারলেখটের বিপক্ষে ১-১ ব্যবধান ছিল ম্যানইউর। তবে ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। এবার ইউরোপার দৌড়ে সবচেয়ে ফেবারিট ভাবা হচ্ছে তাদের।

লিগে চলতি মৌসুমে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে ম্যানইউ। সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করাটাই এখন তাদের আসল লক্ষ্য। সেই সেঙ্গ ইউরোপাতেও এবার শিরোপা ঘরে তোলার প্রত্যাশায় রয়েছে তারা।

সেমিফাইনালে ম্যানইউর প্রতিপক্ষ সেল্টা লা লিগা টেবিলের দশম অবস্থানে রয়েছে। কোয়ার্টার ফাইনালে গেঙ্কের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে সেমিতে উঠে এসেছে তারা। ফিরতি লেগে বেলজিয়াম এ ক্লাবটির বিপক্ষে নিজেদের মাঠেই ১-১ ব্যবধানে ড্র করে সেল্টা ভিগো।

তবে একটা মজার তথ্য হচ্ছে উয়েফার প্রতিযোগিতায় এবারই প্রথম সেল্টার মুখোমুখি হতে যাচ্ছে ম্যানইউ। অন্যদিকে নিজেদের ইতিহাসে প্রথম বারের মতো ইউরোপার সেমিফাইনালে খেলতে যাচ্ছে সেল্টা ভিগোও।




রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়