ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সানজামুল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ২৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সানজামুল

ক্রীড়া প্রতিবেদক : দুই মাস আগেও চিন্তা করেননি, চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে থাকবেন তিনি। বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ পাবেন। দুই মাসের ব্যবধানে সব পাল্টে গেল!

ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স তাকে দিয়েছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ। শ্রীলঙ্কা সফরে প্রথমবারের মতো জাতীয় স্কোয়াডে ডাক পাওয়া সানজামুল ইসলাম চ্যাম্পিয়নস ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডেও সুযোগ পেয়েছেন।

একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে দলে আছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজে ম্যাচ খেলার সুযোগ হয়নি টিম কম্বিনেশনের কারণে। ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে পেতে পারেন সুযোগ। সেই আশায় বুক বেঁধেছেন ২৭ বছর বয়সি এ ক্রিকেটার।

উপমহাদেশের উইকেটে অভিষেক হয়নি। ভিন্ন কন্ডিশনে অভিষেক হলে, প্রথম ম্যাচই রাঙিয়ে তোলার স্বপ্ন তার। ত্রিদেশীয় সিরিজ কিংবা চ্যাম্পিয়নস ট্রফি, যেখানেই সুযোগ পান উজার করে খেলতে চান সানজামুল। তবে ভিন্ন কন্ডিশনে চ্যালেঞ্জ দেখছেন বাঁহাতি এই স্পিনার।

রোববার মিরপুর শের-ই-বাংলায় সানজামুল বলেন, ‘ওখানকার কন্ডিশন ভিন্ন। বোলিংয়ে সাফল্য পাওয়া কঠিন। তবে আমরা ইংল্যান্ডে দশ দিনের ক্যাম্প করব। মানিয়ে নেওয়ার সুযোগ পাব।’

পেসারদের জন্য সহায়ক কন্ডিশনে সাফল্য পেলে আত্মবিশ্বাস বাড়বে বলে বিশ্বাস করেন সানজামুল, ‘ওসব কন্ডিশনে সুবিধা হচ্ছে স্পিনারদের মনোযোগ বেশি থাকে। সিমিং কন্ডিশনে যদি স্পিনাররা ভালো করে তাহলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। ভালো করলে অনেক আত্মবিশ্বাস বাড়ে, যেগুলো পরবর্তীতে যেকোনো কন্ডিশনে ভালো করতে উদ্বুদ্ধ করে।’

চ্যাম্পিয়নস ট্রফি কিংবা ত্রিদেশীয় সিরিজ নিয়ে আপাতত কোনো চিন্তা নেই সানজামুলের। ২৬ এপ্রিল ইংল্যান্ডে যাওয়ার পর কোচ ও টিম ম্যানেজমেন্টের পরামর্শ শুনে নিজের পরিকল্পনা সাজানোর কথা জানিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়