ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৯৯ নট আউট- হলের পর মিসবাহ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০১, ২৫ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯৯ নট আউট- হলের পর মিসবাহ

মাত্র ১ রানের জন্য একাদশ টেস্ট সেঞ্চুরিটা পেলেন না মিসবাহ-উল হক। সঙ্গীর অভাবে তিনি অপরাজিত থাকলেন ৯৯ রানে

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের সপ্তম ব্যাটসম্যান হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। মিসবাহ-উল-হক মাইলফলকের উপলক্ষটা দারুণ এক সেঞ্চুরি দিয়েই রাঙিয়ে রাখতে যাচ্ছিলেন। কিন্তু পারলেন না সঙ্গীর অভাবে।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ২৮৬ রানের জবাবে সোমবার চতুর্থ দিনে পাকিস্তান অলআউট হয়েছে ৪০৭ রানে। মিসবাহ অপরাজিত ছিলেন ৯৯ রানে! টেস্টে ৯৯ রানে অপরাজিত থাকা মাত্র ষষ্ঠ ব্যাটসম্যান পাকিস্তান অধিনায়ক। সবশেষ দুজনই দক্ষিণ আফ্রিকার। ২০০২ সালে সেঞ্চুরিয়নে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৯ রানে অপরাজিত ছিলেন শন পোলক। পরের বছর লিডসে ইংল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে অপরাজিত থাকেন আরেক দক্ষিণ আফ্রিকান অ্যান্ড্রু হল।

টেস্টে প্রথমবার ৯৯ রানে অপরাজিত থাকার ‘কীর্তি’ ইংল্যান্ডের জিওফ বয়কটের, ১৯৭৯ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই টেস্টেই আবার ৯৯ রানে আউট হয়েছিলেন অস্ট্রেলিয়ার কিম হিউজ। একই মাঠে ১৯৯৫ সালের অ্যাশেজে ‘এত কাছে তবু দূরে’র অনুভূতি হয়েছিল অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহর, তিনি ৯৯ রানে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার শেষ দুই ব্যাটসম্যান রানআউট হওয়ায়। ১৯৯৯ সালে বার্মিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের অ্যালেক্স টুডর ৯৯ অপরাজিত থাকেন দল জিতে যাওয়ায়।

টেস্টে ২৯৯ রানে অপরাজিত থাকার নজিরও আছে। ১৯৩২ সালে অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯৯ রানে ব্যাট করছিলেন অনেকের মতে সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। কিন্তু তিনি যখন মাইকফলক ছোঁয়ার রানটা নিতে গেলেন, রানআউট হয়ে গেলেন অন্য প্রান্তে ব্র্যাডম্যানের সঙ্গী ও অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান হিউ থার্লো! টেস্ট ইতিহাসে ২৯০-এর ঘরে অপরাজিত থাকা একমাত্র ব্যাটসম্যান এখনো ব্র্যাডম্যানই।

১৯৯ রানে অপরাজিত থাকার নজির আছে দুজনের- জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। ফ্লাওয়ার ২০১১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আর সাঙ্গাকারা ২০১২ সালে গলে পাকিস্তানের বিপক্ষে। সেই পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবেই এবার ৯৯ রানে অপরাজিত থাকলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে যাওয়া মিসবাহ।

টেস্টে ৯৯, ১৯৯ ও ২৯৯ রানে অপরাজিত থেকেছেন যারা

খেলোয়াড়

রান

দল

প্রতিপক্ষ

ভেন্যু

ম্যাচ শুরুর তারিখ

ডন ব্র্যাডম্যান

২৯৯*

অস্ট্রেলিয়া

দ. আফ্রিকা

অ্যাডিলেড

২৯ জানুয়ারি ১৯৩২

জিওফ বয়কট

৯৯*

ইংল্যান্ড

অস্ট্রেলিয়া

পার্থ

১৪ ডিসেম্বর ১৯৭৯

স্টিভ ওয়াহ

৯৯*

অস্ট্রেলিয়া

ইংল্যান্ড

পার্থ

৩ ফেব্রুয়ারি ১৯৯৫

অ্যালেক্স টুডর

৯৯*

ইংল্যান্ড

নিউজিল্যান্ড

বার্মিংহাম

১ জুলাই ১৯৯৯

অ্যান্ডি ফ্লাওয়ার

১৯৯*

জিম্বাবুয়ে

দ. আফ্রিকা

হারারে

৭ সেপ্টেম্বর ২০১১

শন পোলক

৯৯*

দ. আফ্রিকা

শ্রীলঙ্কা

সেঞ্চুরিয়ন

১৫ নভেম্বর ২০০২

অ্যান্ড্রু হল

৯৯*

দ. আফ্রিকা

ইংল্যান্ড

লিডস

২১ আগস্ট ২০০৩

কুমার সাঙ্গাকারা

১৯৯*

শ্রীলঙ্কা

পাকিস্তান

গল

২২ জুন ২০১২

মিসবাহ-উল-হক

৯৯*

পাকিস্তান

উইন্ডিজ

কিংসটন

২১ এপ্রিল ২০১৭

 



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়