ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২০ হাজারের মাইলফলকে কুক

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ২৫ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০ হাজারের মাইলফলকে কুক

অ্যালিস্টার কুকের আরেকটি অর্জন

ক্রীড়া ডেস্ক : টেস্টে ইংল্যান্ডের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রান করা অ্যালিস্টার কুক আরেকটি মাইলফলক স্পর্শ করলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন প্রাক্তন ইংলিশ অধিনায়ক।

গত ডিসেম্বরে ভারত সফরের পর ইংল্যান্ডের নেতৃত্ব ছাড়া কুক গত সপ্তাহে প্রথমবার মাঠে নেমেই করেন সেঞ্চুরি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৫২ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১১০।

পরের ম্যাচে কাল লর্ডসে মিডলসেক্সের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩৭ রান করার পথে প্রথম শ্রেনির ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করেছেন কুক। টবি রোল্যান্ডের বলে বাউন্ডারি মেরে মাইলফলক স্পর্শ করেন ৩২ বছর বয়সি বাঁহাতি ব্যাটসম্যান।

কুক গত বছরের মে মাসে প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছেন। টেস্টে এখন তার রান ১১ হাজার ৫৭। এসেক্সের হয়েও তার রান ছয় হাজারের ওপরে। এ ছাড়া একমাত্র ইংল্যান্ড একাদশের হয়ে হাজার রান আছে তার। ইংল্যান্ড ‘এ’ দল, ইংল্যান্ড লায়ন্স ও এমসিসির হয়েও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি।

কুকের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০০৩ সালের সেপ্টেম্বরে এসেক্সের হয়ে নটিংহামশায়ারের বিপক্ষে। এখন পর্যন্ত ২৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে কুকের রান ২০০২১। ৫৭টি সেঞ্চুরির সঙ্গে আছে ৯৮টি হাফ সেঞ্চুরি। ইনিংস সর্বোচ্চ ২৯৪, ২০১১ সালে এজবাস্টনে ভারতের বিপক্ষে টেস্টে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়