ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার প্রত্যয় মাশরাফির

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ২৫ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার প্রত্যয় মাশরাফির

মাশরাফি বিন মুর্তজা

ক্রীড়া প্রতিবেদক : জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশের জন্য অনেক কঠিন হবে বলে মনে করছেন মাশরাফি বিন মুর্তজা। কঠিন হলেও সেখানে ভালো করার প্রত্যয় বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে।

দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়া বাংলাদেশ ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। গ্রুপিংই বলছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি মিশনটা কঠিন হতে যাচ্ছে। অধিনায়ক মাশরাফিও মনে করছেন এমনই।

মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘বাস্তবতার দৃষ্টিতে বললে, এটা খুব কঠিন সফর হতে যাচ্ছে। প্রতিপক্ষ যারা আছে, তাদের দিকে তাকালে মনে হয়, চ্যাম্পিয়নস ট্রফি এত সহজ হবে না।’

অবশ্য ইংল্যান্ডকে তাদের মাটিতেই ওয়ানডেতে হারিয়েছে বাংলাদেশ। সেখানে বাংলাদেশ হারিয়েছে অস্ট্রেলিয়াকেও। অতীত থেকেও তাই কিছুটা অনুপ্রেরণা নিচ্ছেন মাশরাফি।

‘আমরা ওই কন্ডিশনে ইংল্যান্ডকে দুইবার (একবার ইংল্যান্ডে, একবার অস্ট্রেলিয়ায়) হারিয়েছি। কার্ডিফে একবার অস্ট্রেলিয়াকেও হারিয়েছি। যদিও এগুলো ইতিহাস, তবে আমার কাছে এখনো মনে হয় এটা (ইতিহাসের পুনরাবৃত্তি) সম্ভব। আমরা কীভাবে মানসিক প্রস্তুতি নিব, সেটার ওপর অনেক কিছু নির্ভর করে’- বলেন বাংলাদেশ অধিনায়ক।

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপিং নিয়ে মাশরাফির বক্তব্য,  ‘খুব কঠিন। তবে অসম্ভব (হারানো) নয়। যদি ভালো খেলতে পারি অসম্ভব মনে হয় না। তবে খুব কঠিন।’



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়