ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আইসিসিতে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মোড়লগিরির অবসান!

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ২৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইসিসিতে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মোড়লগিরির  অবসান!

ক্রীড়া ডেস্ক : ২০১৪ সালে চালু হওয়া বিগ-থ্রি আর থাকল না। পাশাপাশি আইসিসির আয়ের বড় অংশ নেওয়ার জন্য ভারতের ক্রিকেট বোর্ড যে দাবি তুলেছিল সেটাও বড় ব্যবধানে বাতিল হয়েছে।

বুধবার দুবাইতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় প্রশাসনিক কাঠামোয় বিগ-থ্রি বা তিন মোড়ল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রাধান্যের অবসান ঘটে। এই কাঠামোর বিরুদ্ধে ভোট পড়ে ৯টি। পক্ষে ভোট পড়ে মাত্র ১টি। বিগ-থ্রি কাঠামোর বাতিল হওয়ার মধ্য দিয়ে নতুন এক প্রশাসনিক কাঠামোর মধ্যে প্রবেশ করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থ আইসিসি।

পাশাপাশি আইসিসির আয় ভাগাভাগির ক্ষেত্রে ভারত একটি বড় অংশ নেওয়ার যে প্রস্তাব করেছিল সেটাও বড় ব্যবধানে বাতিল হয়ে যায়। ভারতকে বড় অংশ দেওয়ার প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২টি। আর এর বিপক্ষে ভোট পড়ে ৮টি!

এর মধ্য দিয়ে ভারত আগে আইসিসির আয়ের যে বড় অংশ পেত সেটা আর পাবে না।



রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়