ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্বাধীনতা কাপ কাবাডিতে বিজিবি চ্যাম্পিয়ন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ২৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বাধীনতা কাপ কাবাডিতে বিজিবি চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক : বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ কাবাডি-২০১৭ এর চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রানার্স-আপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ মিরপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ মাত্র ২ পয়েন্টের ব্যবধানে (২৯-২৭) বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে।  চ্যাম্পিয়নরা প্রথমার্ধে ১৭-১২ পয়েন্টে এগিয়ে ছিল। বিজিবির টিপু সুলতান ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।

চ্যাম্পিয়ন দল ২ লাখ, রানার্স-আপ দল ১ লাখ ও সেমিফাইনালে খেলা অপর দুই দল ৫০ হাজার টাকা করে প্রাইজমানি পায়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শ্রী বীরেন শিকদার, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো. সাইদুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত মিঃ জন ফ্রিজেল (Mr. John Frisell), বাংলাদেশে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত মিঃ রি সং হিয়ন (Mr. Ri Song Hyon) এবং বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ মাহবুব হায়দার খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি এ.কে.এম শহীদুল হক বিপিএম, পিপিএম, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ।

২৩ এপ্রিল শুরু হয় ৫দিন ব্যাপী স্বাধীনতা কাপ কাবাডি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় দুই গ্রুপে ১০টি দল অংশগ্রহণ করে।



রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়