ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

১৩৪ রানে অলআউট কোহলি-গেইলরা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৩৪ রানে অলআউট কোহলি-গেইলরা

ক্রীড়া ডেস্ক : অধিনায়ক বিরাট কোহলি আউট হলেন ১০ রান করে। ক্রিস গেইলও সুবিধা করতে পারেননি। তিনি আউট হয়েছেন ৮ রান করে। ত্রাভিস হেড আউট হলেন পরের বলেই শূন্যরানে। বেঙ্গালুরুর দলীয় সংগ্রহ তখন মাত্র ২২ রান।

শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে বড় সংগ্রহও পায়নি। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রান করতে পেরেছে কোহলি-গেইলরা। জয়ের জন্য গুজরাট লায়ন্সকে করতে হবে ১৩৪ রান। এ নিয়ে টানা দুই ম্যাচে অলআউট হল বেঙ্গালুরু। আইপিএলের ইতিহাসে যা তৃতীয়বারের মতো ঘটল।

ব্যাট হাতে বেঙ্গালুরুর পাওয়ান নেগি সর্বোচ্চ ৩২ রান করেন। ৩১ রান করেন কেদার যাদব। তৃতীয় সর্বোচ্চ ১৫ রান করেন অনিকেত চৌধুরী। ১০ রান করেন বিরাট কোহলি। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

বল হাতে গুজরাট লায়ন্সের আন্দ্রে তায়ে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩টি উইকেট নেন। ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন রবীন্দ্র জাজেদা। ১টি করে উইকেট নেন বাসিল থাম্পি, অঙ্কিত সনি ও জেমস ফকনার।



রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়