ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাশরাফি আমাকে বলেছেন, ‘সৎ থেকে পরিশ্রম করে যেও’

নাসিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ৩০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাশরাফি আমাকে বলেছেন, ‘সৎ থেকে পরিশ্রম করে যেও’

নাসিম : দেশে এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় কারো নাম বলতে গেলে যার নাম প্রথম দিকে থাকে, তিনি হলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে শুরু করে দেশের আনাচে-কানাচে সর্বত্র এই মানুষটির জনপ্রিয়তা প্রায় সব কিছুকে ছাপিয়ে।

মাশরাফিকে নিয়ে তার ভক্তদের সৃষ্ট বেশ কিছু ঘটনা ইতোমধ্যে মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি তেমনি আরেক ভক্ত এফএম রেডিও, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের করা সুর, কথা ও কন্ঠ দিয়ে জানান দিয়েছেন তার ভালবাসা এই আকাশচুম্বী জনপ্রিয় ব্যক্তির প্রতি। চট্টগ্রামের মিরসরাইয়ের এই গায়ক নিজ কন্ঠের গান শুনিয়েছেন স্বয়ং মাশরাফিকে। বাংলাদেশ দলের অধিনায়ককে শুনিয়ে পেয়েছেন তার ভালবাসা ও অনুপ্রেরণা। তরুণ গায়ক মহিবুল আরিফ পড়াশুনা শেষ করেছেন সম্প্রতি। মঞ্চে নিয়মিত গান শুরু করেন ২০১১ সাল থেকে। কিন্তু প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে নিজের গাওয়া গানটি হৃদয় ছুঁয়েছে হাজারো ভক্তের।

‘বাংলার বাঘ তুমি, বাংলার অহংকার। তোমাতেই গর্জন তোমাতেই হুংকার। ভালোবাসি তোমাকে, ভালোবাসি দেশ, মাশরাফি মুর্তজা তুমি প্রিয় ম্যাশ।’

 



কেন গাইলেন মাসরাফিকে নিয়ে? এমন প্রশ্নে মহিবুল আরিফ বলেন, ‘তাকে নিয়ে ভালবাসা থেকেই গাওয়া। উনার লাইফস্টাইল ফলো করি। বিশেষ কোনো আয়োজন থেকে গানটি গাওয়া হয়নি। শুধুমাত্র মাশরাফির প্রতি ভালবাসা থেকে গেয়েছি।’

গান শুনে গত ২২ এপ্রিলে মাশ্রাফির সাক্ষাৎতে মাশরাফি আমাকে বলেন, ‘সৎ থেকে পরিশ্রম করে যেও।’

ভিডিও :





রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৭/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়