ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ার্নারের ঝড়ো সেঞ্চুরিতে রান পাহাড়ে হায়দরাবাদ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ৩০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ার্নারের ঝড়ো সেঞ্চুরিতে রান পাহাড়ে হায়দরাবাদ

ক্রীড়া ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রোববার রাতে টস হেরে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারের ঝড়ো সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে হায়দরাবাদ। জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে ২১০ রান।

রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে ১৩৯ রান তোলেন ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান। এর মধ্যে ৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ১৩৯ রানের মাথায় ব্যক্তিগত ২৯ রানে আউট হন ধাওয়ান। ১৭১ রানের মাথায় ফিরে যান ডেভিড ওয়ার্নার। যাওয়ার আগে ৫৯ বলে ১২৬ রান করে যান। যেখানে ১০টি চারের পাশাপাশি ৮টি ছক্কার মার ছিল। স্ট্রাইক রেট ছিল ২১৩.৫৫।

ওয়ার্নার ফিরে যাওয়ার পর কেন উইলিয়ামসন ব্যাট হাতে শাসন করতে থাকেন কলকাতার বোলারদের। তিনি ইনিংসের শেষ বলে ৪০ রান করে আউট হন। ২৫ বলে ৫ চারে এই রান করেন তিনি। তার সঙ্গে যুবরাজ সিং ৬ রানে অপরাজিত থাকেন। তাতে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৯ রানের বড় সংগ্রহ পায় হায়দরাবাদ।

বল হাতে  কলকাতার ক্রিস ওকস ১টি উইকেট নেন। বাকি দুটি উইকেট রান আউটের কোটা থেকে আসে।



রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়