ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইংলিশ লিগে বর্ষসেরা কোচ কন্তে

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ২৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইংলিশ লিগে বর্ষসেরা কোচ কন্তে

ক্রীড়া ডেস্ক : ইতালিয়ান কোচ অ্যান্তেনিও কন্তের হাত ধরে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা উদ্ধার করেছে চেলসি। মৌসুমের শুরু থেকেই তার অধীনে দারুণ পারফরম্যান্সের জন্য এবার ইংলিশ লিগের বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন তিনি।

ইংলিশ লিগে যোগ দিয়ে নিজের প্রথম মৌসুমেই শিরোপা জিতলেন কন্তে। এর ফলে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের পর চেলসিতেও নিজের সেরাটা জানান দিলেন তিনি। প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচের পুরস্কারের সঙ্গে এলএমএ’র (লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন) বর্ষসেরার খেতাব নিজের করে নিয়েছেন কন্তে। ইংলিশ লিগে তৃতীয় বিদেশী কোনো কোচ হিসেবে এ পুরস্কার জিতলেন ৪৭ বছর বয়সি কোন্তে।

টটেনহামের সঙ্গে পাল্লা দিয়ে এবার ইংলিশ লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে চেলসি। ইতিহাস গড়ে লেস্টার সিটিকে চ্যাম্পিয়ন করানোয় গতবার এ গৌরব অর্জন করেন ক্লদিও রানিয়েরি। ভোটাভোটির শেষে রানিয়েরির পর দ্বিতীয় ইতালিয়ান হিসেবে এ পুরস্কার জিতলেন কন্তে। ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো আসরের পর ইতালির দায়িত্ব ছেড়ে চেলসিতে কোচের চেয়ারে বসেন তিনি। তার অধীনে এক বছর বিরতিতেই ইংলিশ লিগ শিরোপা উদ্ধার করেছে ব্লুজরা।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়