ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আয়াক্সকে হারিয়ে শিরোপা ম্যানইউর

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৫, ২৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আয়াক্সকে হারিয়ে শিরোপা ম্যানইউর

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ছয়ে থেকে এবার মৌসুম শেষ করতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। তবে মৌসুমের শেষ প্রান্তে এসে প্রথমবারের মতো উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতে বেশ উচ্ছ্বসিত দলটি।

বুধবার রাতে আয়াক্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতে ম্যানইউ। স্টকহোমে মর্যাদার ফাইনালে শিরোপা জিতে চলতি মৌসুমে কিছুটা হলও অপূ্র্ণত ঘূচিয়েছে রেড ডেভিলসরা। তাই ম্যাচ শেষে আনন্দ অশ্রু বিসর্জণ দিতে দেখা গেছে ম্যানইউ কোচ হোসে মরিনহো এবং দলটির ভক্তদের।

আয়াক্সের বিপক্ষে ম্যানইউ জয়ের একটি করে গোল করেন দলটির সবচেয়ে দামি তারকা পল পগবা ও হেনরিখ খিতারিয়ান।

স্টকহোমের মাঠ ফ্রেন্ডস অ্যারেনায় ম্যাচের ১৮ মিনিটে ম্যানইউকে এগিয়ে দেন পল পগবা। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলে আসা আয়াক্স গতকাল দারুণ খেললেও ম্যানইউর জয়ে বাধা হয়ে দাড়াতে পারেনি। প্রথমার্ধে পগবার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিশ্রামে যায় রেড ডেভিলসরা।

বিশ্রাম শেষে ম্যাচের ৪৮ মিনিটে কর্ণার থেকে খিতারিয়ানের গোলে ২-০ গোলে এগিয়ে যায় ম্যানইউ। ম্যাচের বাকি সময়ে রক্ষণাত্মক খেলে গোল শোধের চেষ্টা করেছে আয়াক্স। তবে আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে শিরোপার উচ্ছ্বাসে মাতে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়