ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এনরিকের বিদায়ী ম্যাচে বার্সার শিরোপা?

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৬, ২৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এনরিকের বিদায়ী ম্যাচে বার্সার শিরোপা?

ক্রীড়া ডেস্ক : কোপা ডেল রের ফাইনালে আজ রাতে আলাভেসের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। বার্সেলোনার কোচ হিসেবে এটাই লুইস এনরিকের শেষ ম্যাচ। কোপার শিরোপা জিতে কোচের বিদায়টা রাঙিয়ে দিতে পারেন মেসি-নেইমাররা?

২০১৪-১৫ মৌসুমে দায়িত্ব নিয়েই বার্সাকে ট্রেবল জিতিয়েছিলেন এনরিক। পরের মৌসুমে জিতিয়েছিলেন ঘরোয়া ডাবল। তবে এই মৌসুমে লিগ বা চ্যাম্পিয়নস লিগ, কিছুই জেতা হয়নি বার্সার। আজ কোপা ডেল রে জিতলে অন্তত একটা বড় শিরোপা ঘরে উঠবে।

এনরিকের কাছে শিরোপাটা তাই বিশেষ কিছু, ‘এই শিরোপাটা হবে স্পেশাল। এই ক্লাবে যে সময়টা কেটেছে তাতে আমি খুশি, সময়টা আমি উপভোগও করেছি।’

ম্যাচটা অবশ্য বার্সার জন্য সহজ হবে না। মৌসুমের শুরুর দিকে লিগে ন্যু ক্যাম্পে এই আলাভেসের কাছেই ২-১ গোলে হেরেছিল মেসিবিহীন বার্সা। আলাভেসের কোচ মুরিসিও পেল্লেগ্রিনো বলেছেন, ‘আমরা সহজ প্রতিপক্ষ নই। আমরা আমাদের শক্তির জায়গাটা ধরেই খেলব।’

অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়