ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইংল্যান্ডের সামনে সিরিজ জয়ের হাতছানি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ২৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইংল্যান্ডের সামনে সিরিজ জয়ের হাতছানি

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আগে দারুণ ছন্দে আছে ইংল্যান্ড ক্রিকেট দল। নিজেদের শেষ দুই ওয়ানডে সিরিজে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ইংলিশরা। এউইন মরগানের দলের সামনে এবার আরেকটি সিরিজ জয়ের হাতছানি। তাও আবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

লিডসে গত বুধবার প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৭২ রানে হারিয়েছে ইংল্যান্ড। সাউদাম্পটনে আজ দ্বিতীয় ওয়ানডে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

প্রথম ম্যাচে দারুণ এক সেঞ্চুরি পেয়েছেন মরগান। অধিনায়কের ৯৩ বলে করা ১০৭ রানে ইংল্যান্ড তুলেছিল ৩৩৯ রান। হাশিম আমলা ও ফাফ ডু প্লেসির ব্যাটে পাল্টা জবাবটা ভালোই দিচ্ছিল দক্ষিণ আফ্রিকা। সফরকারীরা ১ উইকেটে তুলে ফেলেছিল ১৪৫ রান। কিন্তু ৫৯ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ৭২ রানে ম্যাচ হারে প্রোটিয়ারা।

চোট সারিয়ে আজ ইংল্যান্ড দলে ফিরছেন অলরাউন্ডার বেন স্টোকস। আজ ইংল্যান্ডের আত্মবিশ্বাস তাই আরো বাড়বে। ওদিকে হাশিম আমলার সামনে দারুণ এক মাইলফলকের হাতছানি। আর ৪৭ রান করলেই বিরাট কোহলিকে ছাড়িয়ে গড়বেন প্রোটিয়া ওপেনার।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়