ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১৪ সদস্যের দল ঘোষণা করল আমিরাত

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৪ সদস্যের দল ঘোষণা করল আমিরাত

ক্রীড়া ডেস্ক: নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আরব আমিরাত। আসন্ন ওই সিরিজকে কেন্দ্র করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আরব আমিরাতা।

আগামী ১০ জুলাই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও আমিরাত।  তিনটি ম্যাচই আমস্টারডার্মের ভিআরএ ক্রিকেট গ্রাউন্ড ও বোরবার্গ ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও  তৃতীয় ওয়ানডেটি যথাক্রমে ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ।

আইসিসি চ্যাম্পিয়নসশীপে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে আরব আমিরাত। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি। নিজেদের অবস্থান ধরে রাখতে আসন্ন ১০ ম্যাচে আরও দুইটি ম্যাচে জয়ের প্রত্যাশায় রয়েছে দলটি।

সবশেষ গত মে মাসে মুখোমুখি হয়েছিল আরব আমিরাত ও নেদারল্যান্ডস। ওই সময় আরব আমিরাত সফরে গিয়েছিল ডাচরা। তিন ম্যাচ সিরিজের সবকটিতেই জয় পেয়েছিল নেদারল্যান্ডস।

আরব আমিরাত স্কোয়াড: রোহান মোস্তফা(অধিনায়ক), সাইমান আনোয়ার, গোলাম সাব্বির, মোহাম্মদ কাসিম, রামিজ শাহজাদ, মোহাম্মদ উসমান, আদনান মুফতি, ক্রেইগ সুরি, আহমেদ রাজা, ইমরান হায়দার, মোহাম্মদ নাভিদ, আমজাদ জাভেদ, জাহুর খান, কাদের আহমেদ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়