ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চিলির সর্বকালের সেরা গোলদাতা সানচেজ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৩, ২৩ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিলির সর্বকালের সেরা গোলদাতা সানচেজ

ক্রীড়া ডেস্ক : কনফাডেরশনস কাপে গ্রুপ ‘বি’তে শক্তিশালীর জার্মানির বিপক্ষে গতকাল চিলির হয়ে একমাত্র গোলটি করেন অ্যালেক্সিস সানচেজ। দলের হয়ে এ গোলের মধ্য দিয়ে চিলির সর্বকালের সেরা গোলদাতা হলেন আর্সেনালের এ তারকা।

জার্মানির বিপক্ষে জাতীয় দলের হয়ে নিজের ৩৮তম গোলটি করেন সানচেজ। আর এ গোলের মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন শীর্ষে থাকা স্বদেশী তারকা মার্সেলো সালাসকে। ৩৭ গোল নিয়ে এতদিন শীর্ষে থাকার রেকর্ডটি ধরে রেখেছিলেন এ চিলিয়ান।

৩৮ গোলে চিলির সর্বকালের সেরা গোলদাতা হতে  ১১২টি ম্যাচ খেলেন সানচেজ। তার এ রেকর্ড গড়ার দিন কনফেডারেশনস কাপে জার্মানির বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছ চিলি। বৃহস্পতির ম্যাচ শুরুর মাত্র ৬ মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন সানচেজ। সতীর্থ আর্তোরু ভিদালের সঙ্গে ওয়ান-টু পাস খেলে জার্মানির জালে বল পাঠান তিনি। তবে ম্যাচের ৩৮ মিনিটে স্ট্যান্ডল গোল করলে শেষ পর্যণ্ত ১-১ ব্যবধানের ড্রয়ে পয়েন্ট ভাগভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। চিলির বিপক্ষে ড্রয়ের ফলে ইউরো ২০১৬ আসর থেকে ছিটকে পড়ার পর শেষ ১২ ম্যাচে অপরাজিত রয়েছে ইউরোপের পাওয়ার হাউস খ্যাত জার্মানি।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়