ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রনকির পর জিতান প্যাটেলের অবসর

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ২৩ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রনকির পর জিতান প্যাটেলের অবসর

ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে লুক রনকির পর অবসরের ঘোষণা দিলেন জিতান প্যাটেল। রনকির অবসরের ঘন্টখানেক পর গতকাল অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের এ অফ স্পিনার।

নিউজিল্যান্ডের হয়ে ২৪ টেস্ট, ৪৩ ওয়ানডে এবং ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জিতান প্যাটেল। ২০০৫ সালে কিউই ক্রিকেটে আগমন হয় তার। নিউজিল্যান্ড দলে দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকার পর ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ডাক পান তিনি। এরপর ২০১৬ সালে নিউজিল্যান্ডের টপ বোলারদের তালিকায় থাকায় সেপ্টেম্বরে ভারত সফরে আশার সুযোগ পান ৩৭ বছর বয়সি এ ক্রিকেটার।

চলতি বছরের মে মাসে বাংলাদেশর বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচটি খেলেন জিতান প্যাটেল। ইংল্যান্ড অনুষ্ঠিত সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ড স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি।

২০১৫ সালের উইজডেনের সেরা পাঁচ ক্রিকেটারদের মধ্যে জিতান প্যাটেলের নাম ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটে ৭৮ ম্যাচে মোট ১৩০ উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন কিউই এ স্পিনার।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়