ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ফেদেরারের রেকর্ড শিরোপা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ২৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেদেরারের রেকর্ড শিরোপা

রজার ফেদেরারের আরেকটি শিরোপা

ক্রীড়া ডেস্ক : দারুণ এক জয় দিয়ে আসন্ন উইম্বলডনের প্রস্তুতি সারলেন রজার ফেদেরার। অ্যালেক্সান্ডার ভেরেভকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে হালে ওপেনে রেকর্ড নবম শিরোপা জিতেছেন সুইস কিংবদন্তি।

গতবার সেমিফাইনালে এই ভেরেভের কাছে হেরেই বিদায় নিয়েছিলেন ফেদেরার। তবে রোববারের ফাইনালে ভেরেভকে পাত্তাই দেননি ৩৫ বছর বয়সি সুইস তারকা। মাত্র ৫৩ মিনিটেই ভেরেভকে ৬-১, ৬-৩ গেমে হারান তিনি।

জার্মানির ঘাসের কোর্টে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে শিরোপা জিতলেন ফেদেরার। এই বছর এটি ফেদেরার চতুর্থ এবং ক্যারিয়ারের ৯২তম শিরোপা।

ফেদেরার ছয় মাস কোর্টের বাইরে থেকেও গত জানুয়ারিতে জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন। এরপর মার্চে জেতেন ইন্ডিয়ান ওয়েলস। এর দুই সপ্তাহ পর মিয়ামি ওপেন। আট দিন পর শুরু হতে যাওয়া উইম্বলডনে অষ্টম শিরোপা জয়ের লক্ষ্যে নামবেন সুইস তারকা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়