ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অভিষেকে ঝড় তুলে রেকর্ড গড়লেন মালান

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ২৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিষেকে ঝড় তুলে রেকর্ড গড়লেন মালান

শট খেলছেন ডেভিড মালান

ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই ব্যাট হাতে ঝড় তুললেন ডেভিড মালান। ইংলিশ ব্যাটসম্যান গড়লেন রেকর্ডও। টি-টোয়েন্টি অভিষেকে ইংলিশ ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন তারই।

রোববার কার্ডিফে মালানের টি-টোয়েন্টি অভিষেক হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে। আর সেই ম্যাচেই ঝড় তুলে গড়লেন রেকর্ড।

দলের ১৩ রানে জেসন রয়ের বিদায়ের পর উইকেটে এসেছিলেন মালান। বাঁহাতি ব্যাটসম্যান মুখোমুখি দ্বিতীয় বলে রানের খাতাই খোলেন ছক্কা হাঁকিয়ে! প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরকে চার মেরে ফিফটি পূর্ণ করেন ৩১ বলে।

পরে অবশ্য আউট হয়েছেন তাহিরের বলেই। ৪৪ বলে ১২ চার ও ২ ছক্কায় ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন ২৯ বছর বয়সি অলরাউন্ডার। এই ইনিংস খেলার পথে দ্বিতীয় উইকেটে অ্যালেক্স হেলসের সঙ্গে গড়েন ১০৫ রানের বড় জুটি। 

২০০৫ সালের জুনে সাউদাম্পটনে টি-টোয়েন্টি অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৬ রান করেছিলেন পল কলিংউড। এবার তার ১২ বছরের অক্ষত রেকর্ডটা ভেঙে দিলেন মালান।

সব মিলিয়ে মালানের ৭৮ টি-টোয়েন্টি অভিষেকে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সর্বোচ্চ ৯৮* অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের, ২০০৫ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে সেরা ইনিংস:

খেলোয়াড়

রান

প্রতিপক্ষ

ভেন্যু

তারিখ

রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)

৯৮*

নিউজিল্যান্ড

অকল্যান্ড

১৭ ফেব্রুয়ারি ২০০৫

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

৮৯

দ. আফ্রিকা

মেলবোর্ন

১১ জানুয়ারি ২০০৯

হিরাল প্যাটেল (কানাডা)

৮৮*

আয়ারল্যান্ড

কলম্বো

৩ ফেব্রুয়ারি ২০১০

রাইলি রুশো (দ. আফ্রিকা)

৭৮

অস্ট্রেলিয়া

অ্যাডিলেড

৫ নভেম্বর ২০১৪

ডেভিড মালান (ইংল্যান্ড)

৭৮

দ. আফ্রিকা

কার্ডিফ

২৫ জুন ২০১৭

জুনায়েদ সিদ্দিক (বাংলাদেশ)

৭১

পাকিস্তান

কেপ টাউন

২০ সেপ্টেম্বর ২০০৭

    

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়