ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতের কোচ হতে আবেদন করছেন শাস্ত্রী

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫১, ২৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের কোচ হতে আবেদন করছেন শাস্ত্রী

ক্রীড়া ডেস্ক : অনিল কুম্বলের পর কে হচ্ছেন ভারতের কোচ? ক্রিকেট বিশ্বের সবার আগ্রহ এখন ভারতীয় ক্রিকেটের পরবর্তী কোচকে নিয়ে।

অনেক নাম গণমাধ্যামে এসেছে। অনেক নাম নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। সবশেষ এ তালিকার নতুন নাম রবী শাস্ত্রী। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, রবী শাস্ত্রী ভারতীয়দের দায়িত্ব নিতে আবেদন করেছেন।

গত ২০ জুন ভারতের দায়িত্ব ছাড়েন অনিল কুম্বলে। চ্যাম্পিয়নস ট্রফির আগে নতুন কোচ চেয়ে বিজ্ঞাপণ দিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। শেবাগ, রিচার্ড পাইবাস, টম মুডিসহ আরও চার কোচ কোহলিদের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু সেই তালিকায় ছিলেন না রবী শাস্ত্রী। কুম্বলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার পর নতুন করে আবারও বিজ্ঞাপণ দেয় ভারত। দ্বিতীয় দফার বিজ্ঞাপণে ভারতের কোচ হতে আগ্রহ প্রকাশ করেন শাস্ত্রী। এরই মধ্যে আবেদনও সম্পন্ন করেছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের এ ক্রিকেটার। 

শাস্ত্রী এর আগে আঠেরো মাস  ভারতীয় দলের ডিরেক্টর ছিলেন।  ডিরেক্টর হিসেবে তখন ধোনি, কোহলি দুই অধিনায়কের সঙ্গেই কাজ করেছেন ।   এখন কোহালি সব ফরম্যাটে অধিনায়ক। এবং কোহলির সঙ্গে শাস্ত্রীর বোঝাপড়াটাও বেশ ভালো, তা সবারই জানা। 

শাস্ত্রীর কোচ হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে থাকবেন। কারণ কোচ নির্বাচন করবেন বিসিসিআইয়ের ক্রিকেট কমিটি। এ কমিটিতে রয়েছেন শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলি। কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলি স্পষ্ট বলেছেন,‘নিজের পছন্দের কোচই পাবেন বিরাট।’ তাতেই স্পষ্ট হয়ে যায় শাস্ত্রী কোচ হতে চলছেন বিরাট-রোহিতদের।



রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়