ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিদায় বললেন পার্কার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদায় বললেন পার্কার

স্কট পার্কার

ক্রীড়া ডেস্ক : পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন চেলসি ও ইংল্যান্ডের প্রাক্তন মিডফিল্ডার স্কট পার্কার।

পার্কারের প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হয়েছিল ১৯৯৭ সালে চার্লটন অ্যাথলেটিকের হয়ে। ২০০৪ সালে তিনি যোগ দেন চেলসিতে। তবে মূল দলে জায়গা পেতে ব্যর্থ হয়ে ২০০৫ সালে চলে যান নিউক্যাসল ইউনাইটেডে। এরপর খেলেছেন ওয়েস্টহাম, টটেনহামে। সম্প্রতি খেলেছেন চ্যাম্পিয়নশিপের দল ফুলহামে।

অবসরের সিদ্ধান্তটা মোটেই সহজ ছিল না বলে জানালেন ৩৬ বছর বয়সি পার্কার, ‘অবসরের সিদ্ধান্ত আমার জন্য মোটেই সহজ ছিল না। কিন্তু কাছের মানুষদের সঙ্গে আলোচনার পর মনে হয়েছে, ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর এটাই সঠিক সময়।’

পার্কার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে তাকে সমর্থন করার জন্য সব প্রাক্তন ক্লাব ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়