ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজা-ওয়ালারের রেকর্ড জুটি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫০, ১৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজা-ওয়ালারের রেকর্ড জুটি

ফিফটির পর ম্যালকম ওয়ালার

ক্রীড়া ডেস্ক : বিদেশের মাটিতে টেস্টে সপ্তম উইকেটে জিম্বাবুয়ের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েছেন সিকান্দার রাজা ও ম্যালকম ওয়ালার।

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ১৪৪ রানের জুটি গড়েছেন রাজা-ওয়ালার। এই জুটি গড়ার পথেই

টেস্টের চতুর্থ দিন আজ ওয়ালার ৬৮ রান করে দিলরুয়ান পেরেরার বলে থারাঙ্গাকে ক্যাচ দিলে ভাঙে রেকর্ড জুটি। ৯৮ বলে ৮ চারে ৬৮ রানের ইনিংসটি সাজান ওয়ালার।

বিদেশের মাটিতে টেস্টে সপ্তম উইকেটে জিম্বাবুয়ের আগের সর্বোচ্চ রানের জুটি ছিল গ্র্যান্ড ফ্লাওয়ার ও পল স্ট্রাংয়ের ১৩১ রান, ১৯৯৬ সালে শেখুপুরায় পাকিস্তানের বিপক্ষে।

বিদেশে ও দেশে  মিলিয়ে রেকর্ডরা অ্যান্ডি ব্লিগনাট ও হিথ স্ট্রিকের। ২০০১ সালে হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সপ্তম উইকেট জুটিতে দুজন তুলেছিলেন ১৫৪ রান।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়