ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের নিলাম শনিবার

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ২০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের নিলাম শনিবার

ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের লোগো

ক্রীড়া প্রতিবেদক : যাদের শ্রম, মেধা আর নিবিড় অধ্যবসায়ে সমৃদ্ধ হয়েছে এদেশের ক্রিকেট, আবারও মাঠের ক্রিকেটে ফিরছেন স্বর্ণালী সে সময়ের তারকারা। বাংলাদেশের জার্সি গায়ে যাঁরা জাতীয় দল, ‘এ’ দল কিংবা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কমপক্ষে ৫ বছর খেলেছেন তাদের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-এমসিসি ২০১৭, পাওয়ার্ড বাই স্ক্যান সিমেন্ট।

২৬ জুলাই কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ ভেন্যুতে শুরু হবে এবারকার আয়োজন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের ৬ দল বসুন্ধরা গ্রুপ ঢাকা বিভাগ, র নেশন ঢাকা মেট্রো, ইস্পাহানি চট্টগ্রাম, একমি- রাজশাহী মাস্টার্স, টাইটান্স- খুলনা মাস্টার্স এবং এক্সপো- অলস্টারস মাস্টার্স।

প্রতিটি দল আইকনসহ ৫ ক্রিকেটারকে এবারকার আসরের জন্য আগেই নিশ্চিত করেছে। বাকি ক্রিকেটারদের বাছাই হবে 'প্লেয়ার্স ড্রাফট'র মাধ্যমে। আগামী ২২ জুলাই ২০১৭, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

১৮ ওভারের ম্যাচ হবে গ্রুপ পর্বে। ৬ দল অংশ নিবে ২ গ্রুপে ভাগ হয়ে। গ্রুপের সেরা ২ দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের ফাইনাল ২৯ জুলাই। প্রথম আসরের ফাইনাল মিরপুরে হলেও এবার হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।



রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়