ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

উইম্বলডনের তিন ম্যাচে ফিক্সিংয়ের গন্ধ!

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ২০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইম্বলডনের তিন ম্যাচে ফিক্সিংয়ের গন্ধ!

ক্রীড়া ডেস্ক : সদ্য সমাপ্ত উইম্বলডন চ্যাম্পিয়নশিপের মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন গার্বিনে মুগুরুজা। আর ছেলেদের এককে চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছেন রজার ফেদেরার। এবারের এই আসরে তিনটি ম্যাচে ফিক্সিংয়ের গন্ধ পেয়েছে ‘টেনিস ইন্টেগ্রিটি ইউনিট (টিআইইউ)’। তারা বিভিন্ন জুয়া ও ফিক্সিং সাইড থেকে ম্যাচ পাতানোর বিষয়ে তথ্য পেয়েছে। সেই তথ্যের ভিত্তিতে তারা তদন্ত করে দেখবে।

যে তিনটি ম্যাচ নিয়ে সন্দেহ করা হচ্ছে তার একটি মূলপর্বের। আর বাকি দুটি বাছাইপর্বের। এই তিনটি ম্যাচের পাশাপাশি ফ্রেঞ্চ ওপেনের একটি ম্যাচ নিয়ে তদন্ত করবে টিআইইউ। অবশ্য টিআইইউ বলেছে যে ম্যাচ পাতানোর সন্দেহের মানে এই নয় যে ম্যাচ তিনটি পাতানো হয়েছে। তারা তথ্য পেয়েছে। এখন সেটা খতিয়ে দেখার উদ্যোগ নিচ্ছে।

উইম্বলডনের সদ্য সমাপ্ত আসরে অভিজ্ঞ ভেনাস উইলিয়ামসকে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডন শিরোপা জিতেছে স্প্যানিশ টেনিস তারকা গার্বিনে মুগুরুজা। আর মারিন চিলিচকে হারিয়ে উইম্বলডনের রেকর্ড অষ্টম শিরোপা জিতেছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার।



রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়