ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বোনুচ্চি ও রামোস বিশ্বের সেরা ডিফেন্ডার’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ২০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বোনুচ্চি ও রামোস বিশ্বের সেরা ডিফেন্ডার’

লিওনার্দো বোনুচ্চি

ক্রীড়া ডেস্ক : জুভেন্টাস থেকে এসি মিলানে যোগ দেওয়া লিওনার্দো বোনুচ্চিকে প্রশংসায় ভাসিয়েছেন দলটির কোচ ভিনসেনজো মন্তেয়া। তার মতে, বোনুচ্চি বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার।

জুভেন্টাস থেকে ৫ বছরের চুক্তিতে মিলানে নাম লিখিয়েছেন বোনুচ্চি। তাকে দলে ভেড়াতে মিলানের খরচ হয়েছে ৩৫ মিলিয়ন ইউরো। ৩০ বছর বয়সি এই ডিফেন্ডার বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেন। 

মিলান কোচ মন্তেয়া মনে করেন, বোনুচ্চি ও  রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস বিশ্বের সেরা ডিফেন্ডার। বোনুচ্চিকে কোচিং করানো তার একটা স্বপ্ন ছিল বলেও জানান মিলান কোচ।

মন্তেয়া বলেন, ‘সে (বোনুচ্চি) আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন খেলোয়াড়। টেকনিক্যালি আমার মনে হয়, সে এবং সার্জিও রামোস বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেন্ট্রাল ডিফেন্ডার। তাকে কোচিং করানোর স্বপ্ন সত্যি হচ্ছে।’



রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়