ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিপিএল শুরু ২ নভেম্বর, নতুন আইকন মুস্তাফিজ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৬, ২৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপিএল শুরু ২ নভেম্বর, নতুন আইকন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক : আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের  (বিপিএল) পঞ্চম আসর।

শ্যামলির একমি সেন্টারে আজ এক সংবাদ সম্মেলনে নতুন সূচির কথা জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এর আগে ৫ নভেম্বর বিপিএলের পঞ্চম আসর শুরুর কথা বললেও আজ তারিখ পরিবর্তনের কথা জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। ২ নভেম্বর হবে প্রথম ম্যাচ। এর আগে ৩১ অক্টোবর হবে উদ্বোধনী অনুষ্ঠান। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও দক্ষিণ আফ্রিকায় গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য তারিখ পরিবর্তন করা হয়েছে।

এবারের বিপিএলে খেলবে আটটি দল। নতুন দল হিসেবে আসছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। তারা সিলেট সিক্সার্স নামে বিপিএলে অংশ নিতে পারে। বিপিএলে নতুন দল যুক্ত হওয়ায় বেড়েছে আইকন বা ‘এ’-প্লাস ক্রিকেটারের সংখ্যা।  মাশরাফি, সাকিব, মুশফিকদের সঙ্গে নতুন আইকন মুস্তাফিজুর রহমান। এ ছাড়া অন্যান্য আইকন ক্রিকেটাররা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার ও সাব্বির রহমান। 

আইকন ক্রিকেটাররা এরই মধ্যে নিজেদের দল ঠিক করে ফেলেছে। সাকিব আল হাসান খেলবেন ঢাকায়, মাশরাফি বিন মুর্তজার নতুন ঠিকানা রংপুর রাইডার্স। মুশফিকুর রহিমও দল পাল্টেছেন। বরিশাল ছেড়ে গিয়েছেন রাজশাহীতে। মুশফিকের জায়গায় আসছেন মুস্তাফিজুর রহমান। তামিম ইকবালকে পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চিটাগং ভাইকিংস লোকাল হিরোকে হারালেও দলে ভিড়িয়েছে সৌম্য সরকারকে।  এ ছাড়া সিলেটে খেলবেন সাব্বির রহমান। পুরোনো দলেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে রেখে দিয়েছে খুলনা টাইটান্স।  

ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে প্রথমবারের মতো ভেন্যু হিসেবেও সিলেট যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৭/ইয়াসিন/পরাগ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়