ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাইলফলকের সামনে অশ্বিন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৩, ২৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাইলফলকের সামনে অশ্বিন

ক্রীড়া ডেস্ক: চলতি বছরের শুরুতেই টেস্টে সবচেয়ে দ্রুত আড়াইশো উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন রবীচন্দ্রন অশ্বিন।

বর্তমানে টিম ইন্ডিয়ার বোলিং বিভাগে সবচেয়ে কার্যকরী একজন স্পিনার তিনি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের মধ্য দিয়ে নতুন এক মাইলফলকে পৌঁছতে যাচ্ছেন অশ্বিন।

বুধবার গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে যাচ্ছেন অশ্বিন। এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে থাকা অশ্বিন বলেন, ‘৫০তম টেস্ট নিঃসন্দেহে আমার জন্য বিশেষ কিছু। এই অবস্থায় আসতে পেরে আমি কৃতজ্ঞ।’

ভারতের হয়ে ৪৯ টেস্টে ২৭৫ উইকেট নিয়েছেন অশ্বিন। ২০১৫ সালে ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরের পরই নিজের ক্যারিয়ারে দারুণ সাফল্য এসেছে বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে অশ্বিনের বক্তব্য, ‘২০১৫ সালটা আমার কাছে স্বপ্ন সত্যির হওয়ার মতো ছিল। আমি আবারও ওই সময়টাতে ফিরে যাওয়ার স্বপ্ন দেখি।  কারণ এটি আমার জন্য স্মরণীয় একটি সুযোগ ছিল। আমি ওই সময় টেস্টের দিকে ফিরে যেতে চেয়েছিলাম। আবারও এই ভেন্যুতে ফেরায় আমার দারুণ কিছু স্মৃতি মনে পড়ছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়