ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিশ্ব রেকর্ড গড়ে রিয়ালে এমবাপে?

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ২৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ব রেকর্ড গড়ে রিয়ালে এমবাপে?

কাইলিয়ান এমবাপে

ক্রীড়া ডেস্ক : শিগগিরই ট্রান্সফার ফির নতুন বিশ্ব রেকর্ড দেখতে পারে ফুটবল-বিশ্ব। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা’র খবর, ১৮০ মিলিয়ন ইউরোতে মোনাকো থেকে ১৮ বছর বয়সি ফরাসি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপেকে দলে টানতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। দুই ক্লাবের মধ্যে নাকি সমঝোতাও হয়ে গেছে।

গত বছর পল পগবাকে কিনতে ম্যানচেস্টার ইউনাইটেড খরচ করেছিল ১০৫ মিলিয়ন পাউন্ড। সেটিই এখন পর্যন্ত ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড। তবে সেটি ভেঙে যাচ্ছে দ্রুতই। কারণ, রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপের চুক্তিতে সই করা নাকি স্রেফ সময়ের ব্যাপার মাত্র!

এমবাপের সঙ্গে ৬ বছরের চুক্তি হতে পারে রিয়ালের। রিয়ালের দেওয়া বেতনের প্রস্তাবটাও লোভনীয়। বার্ষিক ৭ মিলিয়ন ইউরো। মূল ফি ১৬০ মিলিয়ন ইউরো। সঙ্গে বোনাস হিসেবে থাকছে আরো ২০ মিলিয়ন। সব মিলিয়ে রিয়ালের খরচ হচ্ছে ১৮০ মিলিয়ন ইউরো।

যাওয়ার পর জিনেদিন জিদান জানিয়েছিলেন, একজন স্ট্রাইকারের অভাব বোধ করছেন তিনি। এমবাপেকে দলে টেনে সেই অভাবটাই বোধহয় পূরণ করতে চাইছেন রিয়াল মাদ্রিদের ফরাসি কোচ।

এমবাপে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে ২৬ গোল করেন এবং ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো মোনাকোর লিগ ওয়ানের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জেতেন লিগ ওয়ানের মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়